ভারতীয় বন দফতরের অফিসার প্রবীণ কাসওয়ান। কবেকার ভিডিও তা অবশ্য তিনি লেখেননি। দেখা যাচ্ছে শুনশান রাস্তাতেই হঠাৎ উদয় হয়েছে এক গন্ডারের।
https://twitter.com/ParveenKaswan/status/1247080976330551298?s=19
লক ডাউনে সবাই গৃহবন্দী রাস্তা ফাঁকা, আর প্রকৃতির যেন এখন অন্য রূপ। আর নভেল করোনা ভাইরাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।
প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর এই সময় প্রকৃতি যেন প্রাণ ভরে বাঁচতে শুরু করেছে। জীব জন্তুর মতো প্রকৃতি এখন স্বচ্ছল। আর এর মধ্যে ভাইরাল হয়েচ্ছে একটি ভিডিও। নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্ক এলাকায় দেখা গিয়েছে একটি গন্ডার। তার হাঁটাচলায় হাবভাব দেখে মনে হবে একজন সরকারি আধিকারিক এলাকা পরিদর্শনে এসেছেন।
মাঝে মাঝেই আশেপাশে ভাল করে চোখ দিয়ে দেখার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে যেন কেউই লক ডাউনের নিয়ম না ভেঙে দেয়। ভিডিওটি দিয়েছেন ভারতীয় বন দফতরের অফিসার প্রবীণ কাসওয়ান। আর এর মধ্যে লক্ষাধিক মানুষ তা শেয়ার করেছে।এর আগে কেরলের এক গ্রামের রাস্তায় ঘুরতে দেখার গেছে হাতিকে। হরিদ্বারে দেখা গেছে অনেক হরিণকে। আর এবার নেপালে দেখা গেলো গন্ডার। তবে রাস্তায় কোনো মানুষ না থাকায় পশুরা দিব্বি হেটে ঘুরে বেড়াচ্ছে।