বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী (Ayush Minister) শ্রীপদ নায়েক (Shripad Naik) বলেন, ভারত (India) খুব শীঘ্রই আয়ুর্বেদের (Ayurveda) পদ্ধতি অবলম্বন করে করোনার (Corona) রোগীদের চিকিৎসা করবে। উনি বলেন, বৈজ্ঞানিক স্বীকৃতি না পাওয়ার কারণে ভারতের এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি বর্তমানের সঙ্কটের সমস্য পরীক্ষামূলক উপায় হিসেবে ব্যবহার করা হতে পারে।
নায়েক নিজের বিতর্কিত বয়ান আবারও আওড়ে বলেন, ব্রিটেনের প্রিন্স চার্লস আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করেই করোনার গ্রাস থেকে মুক্তি পেয়েছেন। মন্ত্রী বলেন, প্রিন্স চার্লস আমাদের দাবি খারিজ করছেন কারণ, পশ্চিমের দেশে আয়ুর্বেদকে স্বীকৃতি দেওয়া হয়না। এর আগে নায়েক বলেছিলেন, ব্যাঙ্গালুরুর চিকিৎসকেরা প্রিন্স চার্লেসের চিকিৎসা করেছেন।
নায়েক পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রিন্স চার্লস যদি স্বীকার করেন যে, তিনি আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন, তাহলে ওনার সমস্যা সৃষ্টি হবে। ওনার দেশে আয়ুর্বেদকে স্বীকৃতি দেওয়া হয়না। উনি বলেন, ওনার কাছে এই দাবি খারিজ করা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি ১০০% বিশ্বাস করি যে, ওনার চিকিৎসা আয়ুর্বেদের মাধ্যমেই হয়েছে।
যদিও কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে, কোন বিশিষ্ট আয়ুর্বেদিক ওষুধ আছে, যেটার কারণে প্রিন্স চার্লস সুস্থ হয়ে উঠেছেন। নায়েক বলেন, যদি আয়ুর্বেদের কিছু পদ্ধতিকে বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে এই আয়ুর্বেদের মাধ্যমেই কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে। উনি বলেন, এই সঙ্কটের সময়ে অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছে, আমাদের কাছে আয়ুর্বেদের মাধ্যমে করোনার চিকিৎসা করার পদ্ধতি আছে।