বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এই মুহুর্তে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। প্রতি মুহুর্তে রক্তক্ষরণ হচ্ছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ( sbi ) কমিয়েছে সুদের হার (interest rate) । সমস্ত সেভিংস একাউন্টে (savings account) এ তারা সুদের হার 3 শতাংশ থেকে কমিয়ে 2.75 শতাংশ করার ঘোষণা করেছে।
এস বি আই (state bank of india) সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ ই এপ্রিল থেকে কমবে সুদের হার। পাশাপাশি এমসিএলআরে 0.35% সুদ কমানোর ও সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যার ফলে হোম লোনের গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবে। ব্যাংকগুলিতে পর্যাপ্ত নগদ থাকায় সঞ্চয় আমানতের সুদের হারকে 0.25 শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে ।
এর আগে, দেশের এই সংকট কালে এবার বড়োসড়ো আর্থিক পদক্ষেপ নিয়েছিল সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( reserve bank of india) । সাংবাদিক বৈঠকে শীর্ষ ব্যাংকের তরফে জানানো হয়েছে কমানো হবে রেপো রেট। পাশাপাশি শক্তিকান্ত দাস আজ করেছেন আরো কিছু বিশেষ ঘোষনা,
- ৭৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাংক। ৫.১৫ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৪.৪ শতাংশ।
- তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত।
- রিভার্স রেপো(repo) রেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হল।
ব্যাংকিং সেক্টরকে সচল রাখতে এই আর্থিক পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। বিশ্বব্যাপি মহামারির জেরে জিডিপি (GDP) বৃদ্ধির হার ৩.২ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।