করোনার ভাইরাস আক্রান্তদের সহায়তা করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজন করা উচিত বলে জানান শোয়েব আখতার। শোয়েবের এই প্রস্তাব নিয়ে কপিল দেব বলেছেন যে “ভারতের অর্থের দরকার নেই, আমাদের যথেষ্ট আছে। বর্তমানে ক্রিকেট ম্যাচের জন্য জীবন নিয়ে খেলা যাবে না”।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।
আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।
এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
শোয়েব আখতারের এই বিষয় নিয়ে মন্তব্য রাখেন। তিনি জানান “আমাদের তহবিল সংগ্রহ করার দরকার নেই। আমাদের যথেষ্ট আছে এই মুহুর্তে একটি বিষয় আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ, কীভাবে আমাদের প্রশাসন এই সংকটকে একসাথে মোকাবেলা করে। যাইহোক, বিসিসিআই এই মহামারীটির জন্য বিশাল পরিমাণে ৫১ কোটি টাকা অনুদান দিয়েছে এবং যদি প্রয়োজন হয় তবে এটি আরও বেশি অনুদান দিতে পারে, সুতরাং আমাদের এ জাতীয় তহবিল সংগ্রহ করার দরকার নেই”।
প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।