করোনার কারনে বার্সেলোনার পর এবার বেতন কাটা হবে রিয়াল মাদ্রিদের ফুটবলার, কোচিং স্টাফদের।

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার পথেই হাঁটলো আরেক স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। করোনার পরবর্তী পরিস্থিতিতে নিজেদের বেতন কাটছাঁট করতে রাজি হলেন সার্জিও রামোস, বেলরা।

করোনা ভাইরাস স্পেনে ব্যাপক প্রভাব ফেলেছে, এই করোনা ভাইরাসের কারনে স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লক্ষের বেশি মানুষ। এর ফলে স্পেনের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্পেনের জনপ্রিয় ফুটবল লীগ লা-লিগা এবং চ্যাম্পিয়নস লিগ। এর ফলে ব্যাপক প্রভাব পড়েছে স্পেনের ফুটবল ক্লাব গুলোর উপর। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের স্বার্থে নিজেদের বেতন কাটছাঁট করতে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।

jogi 33333

এই মুহূর্তে স্পেনের যা অবস্থা তাতে ফের চলতি মরশুম শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। যদি ফের চলতি মরশুম শুরু না হয় তাহলে প্রত্যেক রিয়াল মাদ্রিদ ফুটবলারদের বেতন এর কুড়ি শতাংশ করে কাটা যাবে, আর যদি ফের এই মরশুম শুরু হয় তাহলে 10% কাটা হবে। ফুটবলারদের পাশাপাশি রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ এবং প্রধান কোচ জিনেদিন জিদানেরও বেতন কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রিয়াল মাদ্রিদ ক্লাবের বাস্কেটবল টিমের বেতন কাটছাটের চিন্তাভাবনা করা হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর