লকডাউনের মধ্যেই ৬০ কিমি হেঁটে গেল বয়ফ্রেন্ডের কাছে, করল বিয়ে

অন্ধ্র প্রদেশ লকডাউনের সময় একটি মেয়ে পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়েছিল। তার গন্তব্যটি ছিল তার গ্রাম থেকে ষাট কিলোমিটার দূরে তার প্রেমিককে দেখতে যাওয়া।  মেয়েটি তাই পায়ে হেঁটে তাঁর কাছে পৌঁছায় এবং তাকে বিয়ে করে। প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী। আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।

 

আর এর মধ্যেই অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার হনুমান জংশনের উনিশ বোছর বয়সী চিত্রিকলা ভবানী বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিকের কাছে।  তার প্রেমিক গ্রাম থেকে 60 কিলোমিটার দূরে আদিপল্লী গ্রামে থাকেন,  তাঁর নাম সাঁই পুন্নাইয়া।দুজনেই, ভবানী ও পুন্নাইয়া চার বছর এক সাথে ছিলেন।

রোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেন । সম দুজনেই তাদের সম্পর্কের কথা তাদের পরিবারকে জানিয়েছিল

সম্পর্কিত খবর