বাংলায় উঠে এল ১০ টি করোনা হটস্পট, জেনে নিন এলাকার নাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জন্যে ভারত সরকার লকডাউনের ঘোষণা করেছিলেন। আগামী ১৪ ই এপ্রিল শেষ হবে সেই লকডাউনের সময়সীমা। কিন্তু এই লকডাউন সময়সীমা শেষ হয়ায়র আগেই বিভিন্ন জায়গাকে সম্পূর্ণ সিল করে দেওয়া হল সরকারের তরফ থেকে। দিল্লী, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গের (West bengal) বেশ কয়েকটি সিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হটস্পট (Hotspot) হিসাবে চিহ্নিত করা হল রাজ্যের দশটি এলাকা। যা সম্পূর্ণ লকডাউন অর্থাৎ সিল করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

9891

হটস্পট হিসাবে চিহ্নিত করে সিল করে দেওয়ার অর্থ হল, ওই অঞ্চলের কোন ব্যক্তি আর অঞ্চলের বাইরে বেরোতে পারবেন না। এমনকি বাইরে থেকেও কোন ব্যক্তি ওই অঞ্চলে প্রবেশ করতে পারবেন না। নাগরিকদের চাহিদা মতো জরুরী প্রয়োজনীয় জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। একাধারে জেল বন্দি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। লকডাউনের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে এই সিল প্রক্রিয়া।

১৪ দিনের জন্য ১০ টি জায়গায় জারী করা হতে পারে সম্পূর্ণ লকডাউন অবস্থা। যার মধ্যে পড়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে হলদিয়া, হাওড়া, এগরা, কলকাতার পকেট এলাকা, দমদমের পকেট এলাকা, সল্টলেকের পকেট এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ।

16 50 2019 04 50 26Destination Kolkata compressor

সিল করার পর হটস্পট এলাকাগুলিতে ত্রিস্তরীর নজরদারি ব্যবস্থা রাখা থাকবে। যাতে ওই অঞ্চল গুলোতে কেউ ঢুকতে কিংবা বেরোতে না পারেন। সেই কারণে নির্দিষ্ট এলাকার বাইরে পুর বা পঞ্চায়েত এলাকা, তার বাইরের গ্রাম কিংবা অন্য এলাকা নিয়ে এই ত্রিস্তরীয় এলাকা গড়ে তোলা হচ্ছে সরকারী তরফ থেকে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে অত্যন্ত নিরুপায় হয়ে রাজ্যবাসির সুরক্ষার কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর