করোনার জের, এই প্ল্যানের বৈধতা বাড়ালো BSNL

বাংলাহান্ট ডেস্কঃ আপনি যদি আপনার ব্রডব্যান্ড রিচার্জ করার ভাবনা চিন্তা করেন তাহলে bsnl আপনার জন্য নিয়ে এসেছে অভিনব সুযোগ। ৪৪৯ টাকার bsnl এর ব্রডব্যান্ড রিচার্জ টির মেয়াদ আরো বাড়িয়ে দিয়েছে bsnl কর্তৃপক্ষ। বিএসএনএল ঘোষণা করেছে যে এই পরিকল্পনাটি 29 শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। যা ৩১ মার্চ শেষ হবার কথা ছিল।

BSNL 1

এই প্ল্যানে 100 গিগাবাইট পর্যন্ত 20 mbps গতির ডেটা পাওয়া যায়। এর পরে, গতি 2 এমবিপিএস এ নেমে যাবে। পরিকল্পনায় যে কোনও নেটওয়ার্কে সীমাহীন কল + এসটিডি কল রয়েছে। বিএসএনএল 499 রুপির ভারত ফাইবার পরিকল্পনা বর্তমানে আন্দামান ও নিকোবর সার্কেল বাদে বিএসএনএল ভারত ফাইবার পরিষেবাগুলি যে সমস্ত অঞ্চলে পাওয়া যায় সেগুলিতে বর্তমানে উপলব্ধ।

পাশাপাশি, সরকারী টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL) এর একটি প্রিপেইড প্ল্যান ভাউচারের বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ভাউচারটির নাম বসন্তহাম গোল্ড, যার দাম 96 টাকা। বর্তমানে এই পরিকল্পনাটি কেবল চেন্নাই ও তামিলনাড়ুতে উপলব্ধ। সম্প্রতি টেলিকম টক-এর খবরে বলা হয়েছে, সংস্থাটি এই ভাউচারের প্রাপ্যতা আরও 90 দিন বাড়িয়েছে। অর্থাৎ এই পরিকল্পনাটি 2020 সালের 30 জুন পর্যন্ত উপলব্ধ থাকবে।

পাশাপাশি, TRAI-এর নির্দেশ মেনে ইতিমধ্যেই Relince Jio, BSNL, Vodafone Idea, Airtel তাদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বৃদ্ধি এবং অতিরিক্ত টকটাইম দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও সস্তা হয়েছে ডেটা প্যাক, পাশাপাশি অনেক টেলিকম সংস্থা দিচ্ছে টকটাইম ও।

Relince Jio প্রতিটি প্রিপেড প্ল্যানের মেয়াদ ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত ১০০ মিনিট টকটাইম আর মোট ১০০টি এসএমএস এর সুবিধাও দিচ্ছে জিও।

bharti Airtel-ও জানিয়েছে , প্রিপেড প্ল্যানের মেয়াদ ফুরিয়ে গেলেও তা ১৭ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। পাশাপাশি মিলবে অতিরিক্ত ৬ মিনিটের টকটাইম এবং ২টি এসএমএস

এই টেলিকম সংস্থাগুলির মধ্যে অগ্রনী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL. বৈধ প্ল্যান না থাকলেও ২০ এপ্রিল পর্যন্ত তাদের গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ভাবে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে bsnl। দেওয়া হবে অতিরিক্ত ১০ টাকার টকটাইমও। প্ল্যানের বৈধতা বাড়িয়েছে vodafone – idea ও।

 

সম্পর্কিত খবর