বাড়িতে নেই টাকা, রেশন! খেতে বাধ্য হচ্ছে ঘাসের সবজি

করোনা আতঙ্কে হয়নি রোজগার, ঘরে নেই আনাজ পেটের জ্বালা মেটাতে ভাতের পাতে ঘাসের পদ এই ভিডিও দেখে অবাক সকলেই। সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ।

IMG 20200414 WA0055

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

corona virus 6

ঝাড়খন্ডের জামশেদপুরে সোমবার সকাল-সকাল ভাইরাল হয়েছে যাওয়া ভিডিও জামশেদপুর থেকে 15 কিলোমিটার দূরত্বে সোমন্ডোডির অ্যানিটা মুন্দারি আদিবাসী মহিলা কালা। তিনি তিন দিন বাড়ির অনাদায়ী এবং শাকজি না হওয়ার কারণে তিনি ঘাস তুলে আনেন টা দিয়ে সবজি বানিয়ে খান।

এই ঘটনা থেকে জানা গেছে তারা এতোই দরিদ্র তাদের আনাজ কেনার পয়সার ছিলো না।প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।


সম্পর্কিত খবর