সুখবরঃ আমেরিকায় থাকা H-1B ভিসা ধারক ভারতীয়দের আর ছাড়তে হবেনা দেশ, অনুমতি দিলো ট্রাম্প সরকার

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের কারণে আমেরিকায় (USA) ফেঁসে থাকা হাজার হাজার ভারতীয়দের (Indians) জন্য স্বস্তির খবর। ট্রাম্প সরকার H-1B ভিসা ধারকদের অতিরিক্ত সময় পর্যন্ত দেশে থাকার অনুমতি দেওয়ার জন্য আবেদন স্বীকার করা শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, করোনা ভাইরাসের মহামারীর কারণে এখন প্রায় গোটা বিশ্বেই লকডাউন চলছে, আর এই কারণে সমস্ত রকম যাত্রী সেবা বন্ধ।

h1b

H-1B একটি অপ্রবাসী ভিসা, যেটা আমেরিকার কোম্পানি গুলোর বিশেষজ্ঞ সুলভ মূল্যায়ন ভিত্তিতে বিদেশী কর্মচারীদের কাজে রাখার অনুমতি দেয়। আমেরিকার টেকনোলজি কোম্পানি গুলো এই ভিসার মাধ্যমে ভারত, চিন এবং আরও অন্যান্য দেশের হাজার হাজার মানুষকে প্রতি বছর চাকরি দেয়।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন সূচনা জারি করে বলেছে যে, তাঁরা এটা জানে যে করোনা ভাইরাসের মহামারীর কারণে ইমিগ্রেশন চ্যালেঞ্জ এর সন্মুখিন হতে হয়েছে। আমেরিকা এই ঘোষণা এমন সময় করেছে, যখন বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে রেখেছে আর আন্তর্জাতিক বিমানেও নিষেধাজ্ঞা জারি আছে।

indian in america

যাত্রায় নিশেধাজ্ঞার কারণে এমন অনেক H-1B ভিসা ধারক আমেরিকায় ফেঁসে আছে, যাঁদের ভিসার পারমিট খুব শীঘ্রই শেষ হতে চলেছে। যদিও, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ খুব শীঘ্রই H-1B ভিসার বিস্তারের জন্য আবেদন নেওয়া শুরু করে দেবে। বিশেষ করে যাঁদের ভিসার পারমিট শেষ হতে চলেছে তাঁদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক হবে। বিভাগ জানিয়েছে যে, ‘আমরা এটা মানি যে, করোনা ভাইরাসের কারণে অপ্রবাসীরা নিজের প্রবাসের নির্ধারিত সময়ের অধিক সময় আমেরিকায় থাকতে পারবে।”

Koushik Dutta

সম্পর্কিত খবর