ভারতজুড়ে লকডাউনের মধ্যে বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার সিধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় দফা লকডাউনের (Lockdown) কিছু নিয়ম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে এই দ্বিতীয় দফার লকডাউন কিভাবে পালন করবে নাগরিকগণ। মানুষের সুবিধার জন্য কিছু কিছু বিষয়ের উপর লকডাউন শিথিল করে দেওয়া হবে। আগামী ২০ শে এপ্রিলের পর থেকে কিছু কিছু বিষয়ের উপর ছাড় দেওয়া হবে।

2 nd

ভারতে প্রথম দফা লকডাউন শেষ হওয়ার আগেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিল কেন্দ্রের কাছে। কেন্দ্র সরকার তাঁদের এই আর্জি মেনে নেয়। এবং ১৪ ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্যেশ্যে ভাষণ দিয়ে জানান আগামী ৩ রা মে অবধি দ্বিতীয় দফা লকডাউন জারী থাকবে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও নাগিরকদের সহায়তা চাইলেন। তবে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিলের বিষয়েও জানালেন।

মনরেগা প্রজেক্টের অন্তর্ভুক্ত সমস্ত কাজ কর্মকে লকডাউনের থেকে শিথিল করে দেওয়া হবে। এছাড়াও পশুপালন, ব্যঙ্কিং পরিষেবার, মহিলা আশ্রম, বিধবা আশ্রম, অনাথ আশ্রম, বৃদ্ধা আশ্রমের বিষয়ে ছাড় দেওয়া হবে। তবে রাজ্যের চিফ সেক্রেটারির নির্দেশ মতো এই ছাড় দেওয়া হবে। ই-কমার্সের সঙ্গে যুক্ত বিষয়, কুরিয়র সার্ভিস, কোল্ড স্টোর, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস, হোটেল, লজেও ছাড় দেওয়া হবে।

shibchar 0

বন্ধ রাখা হবে- সামাজিক এবং রাজনৈতিক বৈঠক, ধার্মিক স্থান, প্রার্থনা স্থান আগামী ৩ মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। নাগরিকদের সুরক্ষার বিষয়ে নজর দিয়ে সিনেমা হল, সুইমিং পুল, শপিং মলও বন্ধ থাকবে। লকডাউনের প্রথম দফার মতই দ্বিতীয় দফায় অন্তরাস্ট্রীয় এবং বৈদেশিক বিমান পরিষেবা, রেল পরিষেবা বন্ধ থাকবে। তবে কৃষি ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া যেতে পারে। এর পাশাপাশি প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনে যেসকল ব্যক্তি ঘর থেকে বেরোচ্ছেন, তারা অবশ্যই করে মাস্ক ব্যবহার করবেন। এবং গাড়িতে যারা জরুরী পরিষেবার কাজের জায়গায় যাচ্ছেন, তারা এক গাড়িতে শুধুমাত্র দুজন ব্যক্তি যাতায়াত করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখেবন।

Smita Hari

সম্পর্কিত খবর