জেনেনিন আজকের সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ ব্যবসা না হলেও কিন্তু সোনা (Gold) রূপোর (Silver) দামের পার্থক্য হয়েই চলেছে। পরপর কয়েকদিন ক্রমাগত বৃদ্ধির পর গতকাল বেশকিছুটা কমেছিল সোনার দাম। তবে আজ কিন্তু সেই দাম আবার বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে, রূপোর দাম বৃদ্ধি পেতে পেতে আজ কিছুটা নিম্নগামী হয়েছে। লকডাউনের বাজারেও বেশ ভালোই দামের হেরফের লক্ষ্য করা যাচ্ছে সোনা রূপোতে।

default jewellery showrooms 8

করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৯৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৯৪ টাকা। আজ এই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে, ১০ গ্রামের দাম ৪১৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৯৯ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৬৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৬৭ টাকা। এই দামও আজ বৃদ্ধি পেয়েছে। বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৮ টাকা।

d611405cd1152490cff087b5a5a2c562

সোনার দাম বাড়লেও, রূপোর দাম কিন্তু কমেছে। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.৯১ টাকা। আজ এই রূপোর দাম কমে গিয়ে হয়েছে ১ গ্রামের দাম ৪১.৮৫ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর