আফ্রিদিকে মিথ্যাবাদী, সুবিধাবাদী, বিশ্বাসঘাতক বলে নজিরবিহীন আক্রমণ করলেন গৌতম গম্ভীর।

ক্রিকেট ইতিহাসে গৌতম গম্ভীর এবং শহীদ আফ্রিদির মাঠের ভেতরের যুদ্ধের কথা কারোরই অজানা নেই, কিন্তু এখন দুজনেই অবসর নিয়েছেন ক্রিকেট থেকে সেই কারণে বহুদিন হয়ে গেল মাঠের ভেতর তাদের একসাথে দেখা হয়নি। কিন্তু তাই বলে কি তাদের যুদ্ধ থেমে যাবে? কখনোই নয় এখন মাঠের ভেতরে না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে প্রায়ই বাকযুদ্ধ লেগে থাকে, এই যুদ্ধ যেন থামতেই চাইছে না। সেই ক্রিকেট মাঠ থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়া যেন কিছুতেই থামছে না এই দুই তারকা ক্রিকেটারের যুদ্ধ।

এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বজুড়ে লকডাউন চলছে। এরই মধ্যে ফের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন এই দুই তারকা ক্রিকেটার। যদিও এবারে প্রথম খোঁচা দিয়েছিলেন আফ্রিদি, তবে আফ্রিদিকে থেকে ছেড়ে কথা বলেননি গৌতম গম্ভীর। আফ্রিদির খোঁচা দেওয়ার পরে টুইট করে তাকে যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর। আফ্রিদি তার আত্মজীবনী গেম চেঞ্জারে গৌতম গম্ভীর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যাকে বিশ্বকাপ ফাইনালের সেরা ব্যাটসম্যান হিসেবে মনে করেন সেই গৌতম গম্ভীর এর বলার মত কোনো রেকর্ড নেই, তিনি তার ক্রিকেট ক্যারিয়ার এমন কিছু করেন নি যেটা চিনি বুক ঠুকে বলতে পারবেন।

229650696745e5f94fdb5b108a23625b37ed087d4249bfd2fed11616cb8ad8eedcac91fdf

তবে এই কথা জানার পর একেবারে চুপ করে বসে থাকেননি গৌতম গম্ভীর। তিনি কড়া ভাষায় জবাব দিয়েছেন আফ্রিদিকে। এমনকি আফ্রিদির বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর আফ্রিদিকে জবাব দিয়ে টুইট করে লিখেছেন, যার নিজের বয়স ঠিকমত মনে থাকে না সে আবার আমার রেকর্ড মনে করবে। তবুও আফ্রিদিকে একবার মনে করিয়ে দিই যে 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে আমি মাত্র 54 বলে 75 রানের ইনিংস খেলেছিলাম। সেখানে দাঁড়িয়ে আফ্রিদি শূন্য রানে আউট হয়েছিল। তবে সবচেয়ে বড় কথা সেই বিশ্বকাপ আমরা জিতেছিলাম। এছাড়াও আফ্রিদিকে উদ্দেশ্য করে গম্ভীর লিখেছেন যে মিথ্যাবাদী, সুবিধাবাদী ও বিশ্বাসঘাতক মানুষদের বরাবরই আমার সহ্য হয় না।

Udayan Biswas

সম্পর্কিত খবর