বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে আগ্রায় এক ভারতীয় জনতা পার্টির (BJP) নেতার গাড়ি আটকাল পুলিশ। গাড়ির কাগজ দেখাতে বললে, ড্রাইভার তা দেখাতে পারেনি। এমনকি বাইরে বেরনোর সঠিক কারণ জানতে চাইলে, তাও পুলিশকে ঠিকমতো বলতে পারেনি। তারপর সেই গাড়িটিকে আটক করে পুলিশ।
করোনা ভাইরাসের (COVID-19) কারণে সমগ্র বিশ্বে এখন আতঙ্কিত হয়ে হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভারতে দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বেড়েই যাচ্ছে। এইসময় মানুষকে জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বেরোতে নিষেধ করা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর মধ্যেও কিছু মানুষজন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, রাস্তায় বেরিয়ে পড়েছিল। তাই এবার সেইওসব মানুষদের ঘরে রাখার জন্য রাস্তায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী।
রাস্তায় চলছে কড়া পিলিশি পাহারা। সেইমত আগ্রায় হরিপারওয়াত মোড়েও চলছিল পুলিশি চেকিং। উপস্থিত ছিলেন প্রবীণ পুলিশ সুপার বাবলু কুমার। রবিবার দুপুরে হঠাৎ হরিপাড়া মোড়ে ভারতীয় জনতা পার্টির এক নেতার গাড়ি রাস্তায় বেরোতে দেখা যায়। পুলিশ গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাইরে বেরনোর কোন সঠিক কারণও দেখাতে পারেনি ওই ড্রাইভার। এমনকি গাড়ির কাজগপত্রও দেখাতে পারেনি ড্রাইভার।
লকডাউন অমান্য করার অভিযোগে সেদিন রাস্তায় পাহারা দিচ্ছিলেন খোদ এসএসপি বাবলু কুমার। কঠোর ভাবে চলছিল চেকিং। কিন্তু তাঁর মধ্যে বিজেপি নেতার গাড়ি পড়ে যায়। সঠিক কোন কারণ না দেখাতে পারায়, এসএসপি বাবলু কুমারের নির্দেশে গাড়িটি আটক করে পুলিশ। তবে থানার ভারপ্রাপ্ত পরিদর্শক হরিপর্বত জানান, লকডাউন লঙ্ঘনের জন্য গাড়িটি আটক করা হয়েছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…