ড্রেনের জলে ধুয়ে তরমুজ বিক্রি করছিল দুই যুবক, ভাইরাল ভিডিও দেখে গ্রেপ্তার করল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও (viral video) দেখে পদক্ষেপ নিল পুলিশ। ঐ ভিডিওতে নিকাশি জলে ধুয়ে তরমুজ বিক্রি করতে দেখা গিয়েছিল দুই যুবককে।

images 48 4 PicsArt 04 21 07.22.09

 

২৮ শে মার্চ শাহবাজ ও রায়ান নামে দুই যুবক কর্ণাটকের বেলগাভির নীপপানির বাসেশ্বর চকে নিকাশী জলে ধুয়ে তরমুজ বিক্রি করছিল বলে অভিযোগ। একজন নেটিজেন সেই ভিডিওটি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।

মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তারপরেই পুলিশের তরফ থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে কর্ণাটকের বেলগাভিতে হিন্দালগা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কর্ণাটকে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০৮ জন। আজ অবধি সংক্রামিত মোট লোকজনের মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন এবং 16 জন মারা গেছেন। ভারতে এখনো পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। চিকিৎসা চলছে ১৪৭৫৯ জনের। রাজ্যের বিচারে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৬৬ জন।

সম্পর্কিত খবর