সেই সময় হয়তো ওয়াসিম আক্রমকে খুন করে ফেলতাম, পাক পেসার শোয়েব আখতার।

বেশ কয়েকদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসছেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আক্তার। এবার তিনি আবার বিতর্কিত মন্তব্য করলেন। এক টেলিভিশন শো তে গিয়ে তিনি জানালেন প্রাক্তন পাকিস্তানি তারকা পেসার ওয়াসিম আক্রমকে সরাসরি খুন করার ইচ্ছার কথা স্বীকার করে নিলেন। আর শোয়েব আখতারের এমন মন্তব্যের পরেই বিশ্ব ক্রিকেট তোলপাড় হয়ে গিয়েছে।

সেই টেলিভিশন শো-তে গিয়ে আখতার বলেন 1990 সালের বেশ কয়েকটি টুনামেন্টে ওয়াসিম আক্রম দুর্দান্ত বোলিং করছিলেন। ওয়াসিম আক্রমের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রায় হারা ম্যাচ জিতে যাচ্ছিল পাকিস্তান। সেই সময় তার ভক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তখন যদি আক্রম আমাকে কোন ভাবে ম্যাচ ফিক্সিং করার কথা বলতেন তাহলে আমি তাকে খুন করে ফেলতাম, না হলে তাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতাম। কিন্তু আমি জানি আক্রম কখনোই সেই ধরনের কথাবার্তা বলতেন না।

9386742195298fd2ea064ed1c33373ef6ab150568231223d8784012b4fbf530982dcea51

এছাড়াও আখতার জানিয়েছেন আমি টানা সাত- আট বছর পাকিস্তান জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছি। সেই সময় ওয়াসিম আক্রম আমার সতীর্থ ছিলেন। আক্রম যেকোনো দলের টপ অর্ডার ধ্বংস করে দিতেন তার ফলে শেষের দিকের উইকেট গুলি তুলে নিতে আমার খুবই সুবিধা হত।

Udayan Biswas

সম্পর্কিত খবর