দরিদ্র মানুষের সেবায় চাই আরও বেশি সময়, রাতারাতি চুল কেটে ন‍্যাড়া হলেন জয়া!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অসহায় ও দরিদ্র মানুষের সেবায় আরও বেশি সময় দেওয়ার জন‍্য ন‍্যাড়া হলেন অভিনেত্রী জয়া ভট্টাচার্য্য (Jaya bhattacharya)। এই লকডাউনে যাতে অসহায় মানুষদের সেবায় নিজেকে আরও বেশি সময় নিয়োজিত রাখা যায় তার জন‍্যই এই পদক্ষেপ নিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। রাতারাতি নিজের লম্বা চুল কেটে ফেলে ন‍্যাড়া হয়ে গিয়েছেন তিনি।

কিন্তু দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় চুল বাধা হচ্ছে কিকরে? এমন প্রশ্নই করেছেন তাঁর অসংখ‍্য ভক্ত। উত্তরে বিষয়টা খোলসা করেছেন জয়া। তিনি জানান প্রতিদিন এইসব মানুষ ও রাস্তার কুকুরদের সেবার জন‍্য বাইরে বেরোতে হচ্ছে তাঁকে। তারপর বাড়ি ফিরে পরিচ্ছন্নতা ও সুরক্ষা বজায় রাখার জন‍্য উষ্ণ জলে স্নান করছেন। নিজেকে পরিষ্কার রাখছেন। কিন্তু প্রতিদিনের নিত‍্যদিনের এই রুটিনের মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁর চুল। আর এখন ব‍্যস্ততার মাঝে চুলের পরিচর্যা করাও সম্ভব নয় তাঁর পক্ষে। তাই এই সমস‍্যা থেকে রেহাই পাওয়ার জন‍্য চুলই কেটে দিলেন জয়া।

https://www.instagram.com/p/B-kCKEohIQi/?igshid=181fpr2c96wqo

ন‍্যাড়া হয়ে যাওয়ায় প্রতিদিনের বেশি কিছুটা সময় বেঁচে যাচ্ছে অভিনেত্রীর। এই সময়টা মানুষের সেবার কাজে লাগাতে পারবেন বলেই মনে করেন জয়া। এছাড়াও একদিন ন‍্যাড়া হওয়ার শখ নাকি তাঁর ছিলই বলে জানান তিনি। এই সুযোগে সেটাও হয়ে গেল।

https://www.instagram.com/tv/B_MTAeIBU50/?igshid=1k5g9ek0vy5m9

https://www.instagram.com/p/B_SXFwzBN0c/?igshid=1rqcacluf0bbn

চুল কাটার পুরো ভিডিওটাই নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পোস্ট করেছেন জয়া। তাঁর এই কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। অনুরাগীরা জয়ার এই উদ‍্যোগের প্রশংসাও করেছেন। লকডাউনের সময়টায় প্রতিদিনই বাইরে বেরিয়ে অসহায় মানুষদের সাহায‍্য করছেন জয়া। রাস্তার কুকুরদেরও দিচ্ছেন খাবার। তিনি যে কুকুর অত‍্যন্ত ভালবাসেন তা তাঁর সোশ‍্যাল মিডিয়া বায়োতেই চোখে পড়ে। এই সব ভিডিওই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B_NSjxPhmlt/?igshid=5c2i10zd5gx9

 

https://www.instagram.com/tv/B_FeeQwBdTu/?igshid=6hu8ai5mjtgd

প্রসঙ্গত, বলিউডে জয়া ভট্টাচার্য্য বেশ পরিচিত মুখ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত দেবদাস ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কিঁউকি সাস ভি কভি বহু থি, ঝাঁসি কি রানি সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

X