কেন্দ্র ধাপে ধাপে লকডাউন তুলুক, মত প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৩ রা মে-র পর থেকে লকডাউন (Lockdown) তুলে নেওয়ার দাবো জানাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তবে ধাপে ধাপে তোলা হোক এই লকডাউন, তাও জানালেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি এই দাবী জানালেন। এবং আরও বললেন, ৪ ঠা মে-র পর থেকে ধীরে ধীরে ১০০ শতাংশ লকডাউন তুলে নিলে ভালো হবে, তবে অবশ্যই সবটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee 1 2

আগামী সোমবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিও কনফারেন্সে যোগ দেবার আগেই বৃহস্পতিবার এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘দেশের একজন সাধারণ নাগরিক এবং তৃণমূল নেত্রী হিসেবে আমি চাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লকডাউন জারি থাকুক। তবে নাগরিকদের কথা মাথায় রেখে ৪ ঠা মে থেকে শুরু হওয়া প্রথম সপ্তাহে ২৫ শতাংশ লকডাউন তুলে নেওয়া হোক। এবং তাঁর পরবর্তী সপ্তাহে আরও ৫০ শতাংশ লকডাউন তুলে নেওয়া হোক। পরিস্থিতি বিচার করে ৪ ঠা মে-র দু সপ্তাহ পর থেকে সম্পূর্ণ লকডাউন তুলে নিলে নাগরিকদের সুবিধা হবে’।

তবে লকডাউন তুলে নেওয়ার কথা বললেও, কিছু বিশেষ ক্ষেত্রে এখনও লকডাউন জারী রাখার কথাও বলেন তিনি। যেমন- হটস্পটগুলোতে কড়া নজর দারী রাখতে হবে, রেল পরিষেবার মধ্যে দূরপাল্লার রেল পরিষেবা এবং বিমান পরিষেবা এখন লকডাউনের মধ্যেই থাকবে।

KolkataLockdown1

রাজ্যে করোনা আক্রানের সংখ্যা এই মুহুর্তে ৩৩৪ এবং প্রাণ হারিয়েছেন ১৫। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম পদ্ধতিতে করোনা টেস্ট করছে চিকিৎসকরা। আবার এরই মধ্যে কেন্দ্র থেকে পর্যবেক্ষকদের টিম রাজ্যে পর্যবেক্ষণের জন্য আসলে, তাঁদের সঙ্গে রাজ্যের বেশ সংঘাত সৃষ্টি হয়েছিল।

আগামী সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলা বৈঠকে এই লকডাউনের বিষয়ে গৃহিত মন্তব্য পেশ করবেন কিনা মুখ্যমন্ত্রী, সেই বিষয়ে তিনি জানান, ‘বৈঠকে যদি এই বিষয়ে প্রশ্ন ওঠে এবং আমাকে প্রশ্ন করা হলে, আমি অবশ্যই তা জানাব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর