অভিনেতা দম্পতি লঞ্চ করল কোয়ারেন্টাইন ওয়াইন, মুনাফার টাকা যাবে গরিব মানুষদের কাছে

অভিনেত্রী, উপস্থাপনা এবং আন্ত্রাপ্রনার অস্টন কুচার এবং তার স্ত্রী, অভিনেত্রী মিলিত কুনিসের সাথে একটি নতুন ‘কোয়ারেন্টাইন ওয়াইন’ লঞ্চের ঘোষণা করেছেন। এই শ্রাবের বিক্রয় হতে চলেছে আইওভিডি -19 বন্ধের দিকে।
এই ওয়াইনের দাম দু বোতলের প্রায় পঞ্চাশ ডলার আর মেম্বারদের জন্যে প্রায় চল্লিশ ডলার। এখানে যে টাকা তারা রোজগার করবে সেই টাকা দিয়ে আমেরিকার ফুড ফান্ড, ডাইরেক্ট রিলিফ, ফ্রন্টলাইন রেসপন্স এই সব টাকা দেওয়া হবে।

IMG 20200424 WA0038
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ফ্রান্স, স্পেন, আমেরিকা, ইতালিতে ছড়িয়ে পড়ে। আর আমেরিকার অবস্থা এখন অত্যন্ত সংকটজনক।

মিলা কুনিস হলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী তাকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ব্ল্যাক সোয়ান, আরো অনেক ছবিতে অভিনয় করেন। এবারে তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্য করতে চান। তাদের এই নতুন প্রয়াস আশা করা যায় কাজে দেবে।করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে।তাই সবাই মানুষ এখন মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছে।

সম্পর্কিত খবর