বাংলাহান্ট ডেস্ক: অনাবৃত উর্দ্ধাঙ্গে রাখা শুধুমাত্র দুটো পিৎজার স্লাইস, বাথটাবে বসে এই অবস্থাতেই ক্যামেরাবন্দি হলেন পদ্ম লক্ষ্মী (Padma Lakshmi)। পুরো নাম পদ্ম পার্বতী লক্ষ্মী বৈদ্যনাথন। কিন্তু পদ্ম লক্ষ্মী নামেই বেশি চেনে তাঁকে মানুষ। এই ইন্দো আমেরিকান সুপারমডেল একাধারে লেখিকা, অভিনেত্রী ও টেলিভিশন শো হোস্ট।
নিজের কেরিয়ারে অত্যন্ত ব্যস্ত হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়া ভালই সক্রিয় থাকেন লক্ষ্মী। তাঁর ইনস্টাগ্রামে উঁকি মারলেই পাওয়া যাবে তার প্রমাণ। নিজের ফটোশুট তো রয়েছেই, সেই সঙ্গে রান্নাবান্নার ভিডিও, সন্তানের সঙ্গে খুনসুটি, রূপচর্চা, যোগা সব ধরনের ভিডিওই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। ইনস্টাতে তাঁর ফলোয়ারের সংখ্যাও পেরিয়ে গিয়েছে ৭ লক্ষ।
https://www.instagram.com/tv/B-8MUUwBKD0/?igshid=twxznsizuwh7
https://www.instagram.com/p/B-aqkLvhENs/?igshid=1lsxdo1mpoglx
https://www.instagram.com/p/B-Deorvhe-s/?igshid=1uvazq23wlo2z
নিজের শরীর নিয়ে কোনও দিনই রাখঢাক করতে দেখা যায়নি পদ্ম লক্ষ্মীকে। একজন সুপার মডেল হওয়ায় কিভাবে নিজের শরীরকে ভালবাসতে হয় তা খুব ভালভাবেই জানেন তিনি। অন্যদেরও বারংবার এই উপদেশই দিয়েছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/B7mkJnmhr9t/?igshid=11356yi1bt4jl
https://www.instagram.com/p/B7fFCJmBMX4/?igshid=vr749lwo6wdp
https://www.instagram.com/p/B7H0FVLh5Lf/?igshid=164idxypp01zf
বিকিনি থেকে নগ্ন ফটোশুট সবেতেই সমান স্বচ্ছন্দ্য লক্ষ্মী। আবার জন্মসূত্রে ভারতীয় হওয়ায় সেই টানও রয়েছে। শাড়ি পরেও ছবি তুলেছেন তিনি। সেই ছবি শেয়ারও করেছেন ইনস্টাতে।
https://www.instagram.com/p/B6yTbRDBEJE/?igshid=1f82pebzev9rz
https://www.instagram.com/p/B3chvQxBeAu/?igshid=ufhuhjm898gf
https://www.instagram.com/p/B0o7hpCBeZd/?igshid=jx1qirzvw2gi
https://www.instagram.com/p/B4I_Z7NhLp2/?igshid=1t7u1n6982tvw
তবে এবার পুরোনো একটি ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ অনাবৃত অবস্থায় বাথটাবে বসে রয়েছেন পদ্ম লক্ষ্মী। উর্দ্ধাঙ্গ ঢেকেছেন দুটি পিৎজার স্লাইজ দিয়ে। কখনও বা একটি স্লাইস তুলে কামড় দিচ্ছেন, চুমুক দিচ্ছেন রেড ওয়াইনের গ্লাসে।
https://www.instagram.com/p/BiXy4IRFDb3/?igshid=z0m7bla4sb9a
এই ছবিটি বেশ পুরোনো। কিন্তু এই লকডাউনে আবার ভাইরাল হয়েছে তা। ছবিতে লাইকের সংখ্যা পৌঁছেছে ৪১ হাজারে।