করোনা যুদ্ধে এগিয়ে এলেন বিদ‍্যা, চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীদের ২৫০০ পিপিই কিট দান অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন বিদ‍্যা বালান (Vidya balan)। করোনা (corona) মোকাবিলার জন‍্য চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীদের ২৫০০র ও বেশি পিপিই কিট (PPE kit) দান করার উদ‍্যোগ নিয়েছেন অভিনেত্রী। প্রথমে নিজে ১০০০ পিপিই কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদ‍্যা। সকলকে অনুরোধ জানিয়েছিলেন অর্থ সাহায‍্য করার জন‍্য যাতে আরও কিটের বন্দোবস্ত করা যায়। তাতেই রাতারাতি ১৬ লক্ষ টাকা জোগাড় হয়ে গিয়েছে বলে জানান বিদ‍্যা। সেই সঙ্গে ২৫০০র বেশি পিপিই কিটের ও যোগান সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

vidya balan turns producer for her next short film natkhat
দু দিন আগে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তায় বিদ‍্যা জানান, যুদ্ধে সৈনিকদের যেমন বর্ম ও অস্ত্রশস্ত্র দরকার হয়, তেমনই চিকিৎসকদেরও করোনা যুদ্ধের জন‍্য দরকার পিপিই কিট। কিন্তু সেই কিটের যোগান খুবই কম। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ১০০০ কিট দান করার। সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেন সাধ‍্যমতো অর্থদান করার।
বিদ‍্যা আরও জানান, প্রতিটি কিটের দাম ৬৫০ টাকা , যার মধ‍্যে রয়েছে ফেস মাস্ক, সার্জিকাল মাস্ক, সানগ্লাস, হ‍্যান্ড গ্লাভস, জুতো সহ আরও অনেক কিছু। একটি ওয়েব সাইটের লিঙ্ক দিয়ে তিনি অনুরোধ করেন সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে।

https://www.instagram.com/tv/B_XUAW_Hq8d/?igshid=1eerzrcca815e

বিদ‍্যার অতিসাম্প্রতিক ভিডিওতে জানা গিয়েছে এক সুখবর। দুদিনের মধ‍্যে ২৫০০ এরও বেশি পিপিই কিট এবং ১৬ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়েছে বলে জানান অভিনেত্রী। আরও কিছুদিন এই ক‍্যাম্পেন চলবে বলে জানিয়েছেন বিদ‍্যা। সেই সঙ্গে সকলকে ধন‍্যবাদও জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B_bjJ6wH3Vo/?igshid=4n2sd7gzan43

প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমন খান সহ বহু তারকা এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। শাহরুখ খান পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলিত ভাবে ৫০ হাজার পিপিই কিট দান করেছেন। শাহরুখ ও গৌরি স্বাস্থ‍্যকর্মীদের কাছে ফ্রেস খাবার পৌঁছে দেওয়ারও উদ‍্যোগ নিয়েছেন। সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরুন ধাওয়ানও।

Niranjana Nag

সম্পর্কিত খবর