বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের মধ্যে হোয়াইট হাউস (White House) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ট্যুইটারে ফলো করা শুরু করে। আর এর কিছু দিন পরেই আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলফলো করে দেয় হোয়াইট হাউস। ভারত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দিয়ে আমেরিকার সাহায্য করেছিল।
আর এর কদিন পরেই আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউস ১০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট দিয়ে ফলো করা শুরু করে। কিন্তু এবার হোয়াইট হাউস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনফলো করে দিলো।
হোয়াইট হাউস যেই ট্যুইটার অ্যাকাউন্ট গুলো ফলো করা শুরু করেছিল সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী কার্যালয়, রাষ্ট্রপতি ভবন, আমেরিকার ভারতীয় দূতাবাস আর ভারতে আমেরিকার দূতাবাস। এছাড়াও ভারতে থাকা আমেরিকার রাজদূত কেন জাস্টারকেও ফলো করত হোয়াইট হাউস।
এই অ্যাকাউন্ট গুলোকে ফলো করার পর হোয়াইট হাউসের ফলোয়িং সংখ্যা ১৯ হয়ে দাঁড়িয়েছিল। আর ওই ১৯ টির মধ্যে সমস্ত বিদেশী ট্যুইটার অ্যাকাউন্ট ভারতের সাথে যুক্ত ছিল। এবার হোয়াইট হাউস আবারও ১৩ টি ট্যুইটার অ্যাকাউন্টকে আনফলো করা শুরু করে দিয়েছে। হোয়াইট হাউস এখন যেই অ্যাকাউন্ট গুলোকে ফলো করছে, সেগুলো সব আমেরিকা আর ডনাল্ড ট্রাম্প প্রশাসনের।
উল্লেখ্য, আমেরিকা অন্য কোন দেশ অথবা কোন দেশের প্রধানদের ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করে না। কিন্তু ভারত এই দুঃখের সময় সাহায্য করার জন্য কিছু ভারতীয় অ্যাকাউন্টকে ফলো করেছিল। কিন্তু এবার আমেরিকা তাদের সিদ্ধান্ত বদলে ভারতের সমস্ত ট্যুইটার অ্যাকাউন্টকে আনফলো করে দিলো।