সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা, ক্ষতির মুখে চীন

বাংলাহান্ট ডেস্কঃ পিপিলস লিবারেশন আর্মি অর্থাৎ চীনের (China) সেনার উপর এবার প্রবল আঘাত হানল আমেরিকা (America)। অভিযোগ আছে চীনের আর্মি হরণ করা টেকনোলজির উপর নির্ভর করে কাজ করে। কিন্তু তারা তাতেও কোন কাজে সফল হতে পারে না।

200402 China Military GettyImages 1207243677

অভিযোগ উঠেছিল একবার চীন ফাইটার জেট বানিয়েছিল, যা আমেরিকার ফর্মুলা হরণ করে বানিয়েছিল। কিন্তু তা ঠিকমতো কাজ করেনি। চীনের এই ফর্মুলা কাজ না করার পিছনে ছিল, হরণ করা সেমিকনডাক্ট প্রক্রিয়া চীন সঠিকভাবে বুঝতে পারছিল না। সেই কারণে তারা আমেরিকা থেকে আমদানি করে কাজ করত। সেই কারণে অভিযোগ ওঠে চীন অন্যান্য দেশের ফর্মুলা হরণ করে সস্তায় তাঁদের টেকনোলজি বানায়।

শোনা যায় চীন এইসব পদ্ধতি প্রয়োগ করে টেকনোলজি দিয়ে নিম্নমানের হাতিয়ার বানিয়ে পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশকে পাঠায়। কিন্তু তা বারবার ব্যর্থও হয়েছে। কিন্তু আমেরিকা এবার চীনের উপর থেকে এই হাতিয়ার তৈরির দ্রব্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। বিরাট পরিমাণে মুনফা আসা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকা থেকে রপ্তানি বন্ধ করে দেয়। নতুন আইন জারী করে এই নির্দেশিকা জারী করে আমেরিকা।

china 10

এর ফলে চীনের কাজ বন্ধ হওয়ার মুখে পড়েছে। আমেরিকা বুঝতে পেরেছিল, এই রপ্তানি বন্ধ না করলে, চীনের সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। এই ঘটনার ফলে চীন থেকে পাকিস্তানে রপ্তানি করা সমস্ত টেকনোলজি বন্ধ হয়ে যাবে। ফাইটার জেট এবং রাইফেলও পাকিস্তানে রপ্তানি করতে পারবে না চীন। যার ফলে ভারত এতে অনেক লাভবান হবে


Smita Hari

সম্পর্কিত খবর