করোনা পরিস্থিতি যেন সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে। আর এর প্রকোপ থেকে বাঁচার জন্য মানুষ এখন ঘরে বন্দী এমনকি সামাজিক দূরত্ব পালন করছে। আর এসবের মধ্যে একটা নতুন ধরণের রেস্তোরার উদ্ভাবন হয়েছে। এই রেস্তোরার বিশেষত্ব খোলা আকাশের নিচে পরিবেশকে উপভোগ করতে হবে।
আর পরিবেশ উপভোগ করার জন্য ঐ রেস্তোরায় একটি মাত্র চেয়ার এবং টেবিল থাকবে। যেখানে বসে একা একা খাবার খাওয়ার যাবে। এমনকি এই রেস্তোরার বিশেষত্ব এর রান্নাঘরের সাথে গ্রাহকের টেবিল পর্যন্ত একটি দড়ি বাঁধা থাকবে। এই দড়ির সাহায্যে খাবারের একটা ঝুড়ি থাকবে তা পাঠিয়ে দেওয়া হবে। এই অভিনব রেস্তোরার নাম হলো ‘টেবিল ফর বন ‘।
আর এই রেস্তোরা উদ্ঘাটন হবে মে মাসের দশ তারিখ থেকে। অনেক ধরণের খাবার মিলবে পাশাপাশি মিলবে ভিন্ন স্বাদের ড্রিঙ্কস। আর এখানেও নানা ধরণের ড্রিঙ্কস ছাড়া খাবার বানাবেন হোটেলের মালিক নিজেই।
এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে রেস্তোরায় দিনে অন্তত চার বার স্যানিটাইজ করা হবে। পাশাপাশি এই রেস্তোরায় অনেক মানুষ এলেও সেই দিকে নজর রাখা হবে।কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কেউ জানেন না তার মধ্যেই সবাই নানা উপায়ে এই রোগ রোধ করার চেষ্টা করছে।আর মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা চালানো হচ্ছে।