বড় খবরঃ রেশন দেওয়া বন্ধ করতে পারে রাজ্য সরকার!

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে মাথায় হাত পড়তে চলেছে রাজ্যের গরিব মানুষদের উপর। কারণ আচমকাই রেশন (Ration) দেওয়া বন্ধ করে দিতে পারে মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার। অভিযোগ, রেশন নিয়ে রাজ্যে খুব রাজনীতি হচ্ছে আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এরকম রেশন নিয়ে রাজনীতি চলতে থাকলে রেশন দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

ration 1

আজ নবান্নের বৈঠকে এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুত্রের খবর। অভিযোগ উঠেছে যে, রাজ্যের কয়েকটি রেশন দোকানে চরম রাজনীতি হচ্ছে। নেতারা রেশন দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ এসেছে নবান্নে। মানুষ ঠিক করে রেশনের সুবিধা নিতে পারছে না। আর এই রিপোর্ট নবান্নে আসার পরেই ক্ষুব্ধ হয়েছে সরকার।

এরকম রিপোর্ট নবান্নে আসার পর উচ্চ পর্যায়ের বৈঠকে রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। নবান্ন সুত্রের খবর অনুযায়ী, যেসব এলাকায় রাজনৈতিক নেতারা রেশন দিতে বাধা দিচ্ছে, সেখানে রেশন দেওয়াই বন্ধ হয়ে যেতে পারে। আর রেশন দেওয়া বন্ধ হলে আবার কবে রেশন দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, দেশজুড়ে চলছে লকডাউন আর এই লকডাউনের মধ্যে আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে মমতা ব্যানার্জী। আর এরপর থেকে বিভিন্ন জায়গায় রেশনের সামগ্রী নিয়ে নানান কারচুপির অভিযোগ উঠেছে। এমনকি রেশনে খাদ্যসামগ্রী কম দেওয়ারও অভিযোগ উঠেছে। এরপর নতুন খাদ্যসচিব নিযুক্ত করা হয়। কিন্তু এরপরেও রেশন নিয়ে অভিযোগ কমেনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর