ক্রমাগত বেড়েই চলেছে সোনা রূপোর দাম, জেনে নিন আজকের দাম

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে ব্যবসা না হলেও, কিন্তু কমছে না সোনা (Gold) রূপোর (Silver) দাম। ক্রমাগত বেড়েই চলেছে দামের সীমা। বাজার বন্ধ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা রূপোর দাম। যার ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়লেও, হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।

05 11 2019 gold demand 2019115 17424 3

বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে থেকে ১৭ ই মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৫২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫২৫ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৫২৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫২৬ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৭০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০০ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৭০১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০১ টাকা।

e838aa20017cbe2fd9cd0cb4959cb370

সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪১ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪১.২০ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৫৮৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর