কমনওয়েলথ গেমসের সাফল্য থেকে ২০৩২ অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত।

এই মুহূর্তে করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ক্রিয়া জগতে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে। এমনকি পরিস্থিতি স্বাভাবিক না হলে পরের বছর অলিম্পিক হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মেম্বার নরিন্দর বাত্রা বললেন, আগামী বছর টোকিওতে নিশ্চিতভাবে অলিম্পিক অনুষ্ঠিত হবে।

শনিবার ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার সাথে অনলাইনে বিশেষ বৈঠক করেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা। তিনি বলেন অনেকেই দাবি করছেন যে আগামী বছরও টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত না হতে পারে, কিন্তু আমি এটার সাথে সহমত পোষণ করছি না। তিনি বলেন আমরা ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি, আগামী বছরই টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হবে।

159215016531e19f0a37301902cbfc263d7c917185712dafbbbf013b4d6351682e785d8c7

সেইসাথে এই বৈঠকে নরিন্দর বাত্রা জানিয়েছেন যে করোনা মহামারী কেটে গেলে 2032 সালের অলিম্পিক অনুষ্ঠিত করার জন্য ঝাপাবে ভারত। 2010 সালে ভারত কমনওয়েলথ গেমস আয়োজিত করেছিল ভারত সেখানে ব্যাপক সাফল্য পেয়েছে ভারত। তাই 2032 সালে অলিম্পিক অনুষ্ঠিত করার জন্য দাবি জানাবে ভারত।

Udayan Biswas

সম্পর্কিত খবর