বাংলাহান্ট ডেস্ক :করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী প্রায় দেড় মিলিয়ন ভারতীয় দেশে ফেরার জন্য ভারতীয় দূতাবাসে নিবন্ধন করেছিলেন। কারণ লক ডাউনের কারণে সারা দেশে এখন কাজ কর্ম সব বন্ধ। তার মধ্যেই বেশীর ভাগ মানুষ তারা চাকরি হারিয়ে ফেলেছেন।দেড় লক্ষেরও বেশি নিবন্ধন পেয়েছে দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল। শনিবার তিনি নিজেই জানান যে তাদের এক-চতুর্থাংশ চাকরি হারিয়ে দেশে ফিরে যেতে চান।
আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস দুবাইয়ের ভারতের কনসুলেট জেনারেলকে অফিসিয়াল ওয়েবসাইটে ভারতে ফিরে আসতে ইচ্ছুক নাগরিকদের নিবন্ধনের জন্য অনুরোধ করে। কিন্তু তার পরেই দেখা দেয় সমস্যা জানা গেছে এতজন মিলে একসাথে ওই সাইট দেখে তাতে সাইট খোলা মুশকিল হয়ে যায়।
অবশ্য পরে জানা যায় খুবই সীমিত সংখ্যা ছিলো বলে এমন হয়েছে। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার কারণেই এমনটা হয়।আর বিমানেও বসার জায়গা মিলবে কিনা সেই নিয়ে দেখা দিচ্ছে আশংকা যদিও শ্রমিক, গর্ভবতী মহিলা, বয়স্ক এবং ভারতীয়দের আগে সুযোগ দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের ২৫ শতাংশ ভারতীয় দেশে ফিরে আস্তে চান কারণ তাদের চাকরি নেই। ফিরে আসার জন্য যারা আবেদন করে তাদের মধ্যে কুড়ি শতাংশ পেশাদার আর বাকি চল্লিশ শতাংশ শ্রমজীবী মানুষ রয়েছেন।
আর কিছু মানুষ আছে যারা ঘুরতে এসেছিলেন কিন্তু লক ডাউনের কারণে তারা ফিরে যেতে পারেনি। তারাও এই দলে আছেন। কিন্তু বেশীর ভাগ মানুষের চাকরি হারানো এই কারণটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে এখন তাই তারা দেশে ফিরতে চায়।