শেষ মুহূর্তে ছেলে রণবীরকে আইসিইউতে নিজের কাছে ডেকেছিলেন ঋষি, ভাইরাল হয় সেই ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ৩০ এপ্রিল নক্ষত্রপতন হয় বলিউডে (Bollywood)। প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor)। দীর্ঘ দু বছর ধরে লিউকিমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল বিদেশে। সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফিরলেও শেষপর্যন্ত শেষরক্ষা হয়নি।

এইচ এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষিকে। আইসিইউতে ছিলেন তিনি। জানা যায়, শেষ মুহূর্তে যখন শরীরে অঙ্গ প্রত‍্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে আসছিল তখন ছেলে রণবীরকে দেখতে চান তিনি। আইসিইউতে নিজের কাছে তাঁকে ডেকে নেন অভিনেতা।

ঋষি কাপুরের বেডের পাশেই বসেছিলেন স্ত্রী নীতু। সেই সময়কার ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে বাবার মুখে চামচ দিয়ে কিছু খাওয়াচ্ছেন রণবীর।

ভাইরাল হয়েছে অভিনেতার শেষকৃত‍্যের ছবিও।
মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে শেষকৃত‍্য সম্পন্ন হয় ঋষি কাপুরের। উপস্থিত ছিলেন পরিবারের লোকজন ও কয়েকজন মাত্র তারকা। দেখা গিয়েছে আলিয়া ভাট, সইফ আলি খান, করিনা কাপুর খান, রণধীর কাপুর, অভিষেক বচ্চন সহ আরও কয়েকজনকে।

https://www.instagram.com/p/B_mh1y6nvUL/?igshid=1lcjeiuyx322c

https://www.instagram.com/p/B_moW31H_H8/?igshid=n6sz6szb7jur

ফুলের মালা দিয়ে অভিনেতাকে শেষ বিদায় জানান নীতু কাপুর। হিন্দু মতে বাবার শেষকৃত‍্য সম্পন্ন করেন রণবীর। এই পুরো সময়টা সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। অপরদিকে দিল্লি থেকে মুম্বই এসে পৌঁছাতে পারেননি ঋদ্ধিমা। তাই আলিয়ার সঙ্গে ভিডিও কলের মাধ‍্যমেই ঋষি কাপুরকে শেষ বিদায় জানান তিনি।

X