বনি কাপুরের দুই স্ত্রীয়ের মৃত‍্যুতে এক অদ্ভূত যোগসূত্র, শ্রীদেবীর মৃত‍্যুতেই ঘনীভূত রহস‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ্রীদেবীর (sredevi) মৃত‍্যু (death) রহস‍্য নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। বহুবার বহু দাবি তুলেছেন নানা জনে। অনেকেই মন্তব‍্য করেছিলেন অভিনেত্রীর মৃত‍্যুটা স্বাভাবিক নয়। আসলে শ্রীদেবীর এমন আকস্মিক প্রয়াণটা অনেককেই নাড়া দিয়ে গিয়েছিল। তবে এর মধ‍্যেই অনেকে বনি কাপুরের (boney kapoor) আগের পক্ষের স্ত্রীয়ের মৃত‍্যুর সঙ্গে শ্রীদেবীর মৃত‍্যুর একটা যোগসূত্র খুঁজে পান।


শ্রীদেবীর আগে মোনা কাপুরের সঙ্গে বিয়ে হয় বনির। দুই সন্তান হয় তাঁদের, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। কিন্তু শ্রীদেবীকে দেখার পরেই দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানেন বনি। নতুন করে অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একে একে জন্ম হয় জাহ্নবী ও খুশি কাপুরের।


এদিকে বনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই স্বাস্থ‍্যের অবনতি হতে শুরু করে মোনার। তিনি ক‍্যান্সারে আক্রান্ত ছিলেন। তার উপর বিবাহ বিচ্ছেদের ধাক্কা সইতে পারেননি। অর্জুন কাপুরের প্রথম ছবি মুক্তির তখন বাকি মাত্র দু মাস বাকি। সেই সময়েই মারা যান মোনা। অর্জুনের ডেবিউ ছবি দেখা আর হয়নি তাঁর।


ঠিক এমনটাই হয় শ্রীদেবীর সঙ্গেও। ২০১৮র ২৪ ফেব্রুয়ারির রাতে দুবাইতে মৃত‍্যু হয় তাঁর। সেটাও খুব অদ্ভূত ভাবে। দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথরুমে বাথটাবে ডুবে গিয়ে মৃত‍্যু হয় অভিনেত্রীর। ঘটনার কিছু দিনের মধ‍্যেই ডেবিউ করার কথা ছিল জাহ্নবীর। কিন্তু বৈমাত্রেয় দাদা অর্জুনের মতো তিনিও প্রথম ছবির প্রিমিয়ারে পাশে পাননি মাকে।


বনি কাপুরের দুই স্ত্রীয়েরই এমন পরিণতিতে রহস‍্যের মেঘ ঘনীভূত হতে থাকে। এক অদ্ভূত যোগসূত্রে যেধ বাঁধা রয়েছে দুজনের মৃত‍্যুই। তবে রহস‍্য শুধু এই একটাই নয়। শ্রীদেবীর মৃত‍্যুর প্রথম দিক থেকেই জড়িয়ে রয়েছে রহস‍্য। অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষন দাবি জানিয়েছিলেন শ্রীদেবীর মৃত‍্যু আকস্মিক নয়। বরং তা পরিকল্পনা মাফিক খুন। আর তা করেছেন স্বয়ং বনি কাপুর! তার সপক্ষে বেশ কিছু যুক্তিও দেন তিনি। কিন্ত উপযুক্ত প্রমাণের অভাবে ধামাচাপা পড়ে যায় এই রহস‍্য।

X