মদের অকাল উৎসবে সামাজিক মাধ্যমে ট্রোলের বন্যা, দেখে নিন ভাইরাল ফটো ও ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ “মদ খেলেই যে রোগ জন্মিবে এমন কিছু নিদান শাস্ত্রে লেখা নাই- যদিও বা জন্মায় তা বলে কি যে মহাত্মাকে একবার সহায় কল্যেম, যে মহাত্মার অনুকূলতায় জাতিভেদ উঠ্‌য়ে দিলেম,তাঁতি, সোনারবেনে, কামার কুমোরকে নিয়ে একাসনে আহার কল্যেম, যে মহাত্মার গুণপ্রভাবে বন্ধুপঞ্চে একত্রিত হয়ে বিমলানন্দ অনুভব কল্যেম,সেই মহাত্মাকে বিনশ্বর শরীরের অসুস্থতা হেতু পরিত্যাগ করব ?” সধবার একাদশীর নিমচাঁদের এই উক্তি আজও আমাদের সমাজে কতখানি সত্য তা কাল মদের দোকানে লম্বা লাইনই প্রমান করেছে। যা নিয়ে রাজনীতির পাশাপাশি সামাজিক মাধ্যমে হয়ে চলেছে একের পর এক চর্চা।

IMG 20200505 165625

বস্তুত, করোনা সংক্রমণ এর এই ভয়ানক পরিস্থিতিতে মদের দোকানের লম্বা লাইনকে ভাল ভাবে নেয় নি নেট পাড়ার বাসিন্দারা। তাই এই ঘটনায় একের পর এক ব্যাঙ্গ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পোস্ট হবার সাথে সাথেই সেগুলি ভাইরাল নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল সেই ছবি ও ভিডিও

https://twitter.com/iStormbreaker_/status/1257197949010001921?s=19

https://twitter.com/DoctorrSays/status/1257184099321733120?s=19

https://twitter.com/Atheist_Krishna/status/1257232703235092481?s=19

দেশজুড়ে আজ লকডাউনের তৃতীয় দফা শুরু হল। আর এই তৃতীয় দফায় কেন্দ্র সরকারের তরফ থেকে অরেঞ্জ, গ্রিন এবং রেড জোন গুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আর এই বিশেষ ছাড়ের মধ্যে সবথেকে বেশি যেই ছাড় নিয়ে চর্চা হচ্ছে, সেটা হল মদের দোকান গুলোকে খোলার অনুমতি দেওয়া।

সকাল থেকে দেশের প্রতিটি রাজ্যে মদের দোকান গুলোকে খোলা হয়েছে। আর মদের দোকান খোলার আগে থেকেই সকাল সকাল দোকানের সামনে গিয়ে লাইন দিয়েছে সুরাপ্রেমীরা। অনেক জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং পালন হলেও, বেশীরভাগ জায়গায় সরকারের এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে মদের কেনাবেচা।

সম্পর্কিত খবর