বাংলাহান্ট ডেস্কঃ সবুজ-গেরুয়া দবন্ধের মধ্যে এবার জড়িয়ে পড়ল কেন্দ্র সরকারের আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu APP)। নাগরিকদের গোপনীয়তা উলঙ্ঘিত হচ্ছে এই অ্যাপ ব্যাবহার করলে, এমনটা অভিযোগ করেছে সবুজ বাহিনী। কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ এবং মহম্মদ গুলাম রব্বানি প্রমুখ তৃণমূলের (TMC) প্রথম সারির নেতৃবৃন্দ এই অ্যাপ ডাউনলোডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার
করোনা ভাইরাসের (COVID-19) সংকটের মধ্যে জারী হওয়া লকডাউন পরিস্থিতিতে এপ্রিলের শুরুতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের কথা বলা হয়েছিল। সরকারী কর্মচারী সহ বেসরকারী কর্মচারীদেরকেও এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এই অ্যাপের মাধ্যমে কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা, বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা তা জানা যায়।
কিভাবে ব্যবহার করবেন আরোগ্য সেতু অ্যাপ
বিদেশ থেকে আগত ব্যক্তিকে দেশের মাটিতে পা দেওয়া মাত্রই এই অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীর ফোনের ব্লুটুথ এবং জিপিএস অন রাখতে হয়। এই বিষয়ের মাধ্যমেই ব্যক্তির সমস্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানায় তৃণমূল বাহিনী।
নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করছে কেন্দ্র!
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই অ্যাপ ব্যবহারের বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করে অভিযোগ করেন, ‘আরোগ্য সেতু অ্যাপের দ্বারা কোন কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু আমাদের ওপর নজরদারি করার সেতু এই অ্যাপ’।
হ্যাকারও অভিযোগ করেছেন এই অ্যাপের বিরুদ্ধে
ফ্রান্স নিবাসী রবার্ট ব্যাপটাইজ নামের এক হ্যাকার তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন, ‘আরোগ্য সেতু অ্যাপের বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি আমার চোখে পড়েছে। যার ফলে ৯ কোটি ভারতবাসির গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে’।
সম্প্রতি এই আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনাদের গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছিল। আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই অ্যাপের গোপনীয়তার বিরোধীতা করেছিলেন।
সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র সরকার
কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অ্যাপ সম্পূর্ণ রূপে নাগরিকদের তথ্য গোপন রাখে। নাগরিকদের লোকেশন ট্র্যাকের উপর ভিত্তি করে নির্মিত এই অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত। এর দ্বারা নাগরিকদের তথ্য ফাঁস হবার কোন সম্ভাবনাই নেই।