কেউ যেন খিদে পেটে না থাকে, মাত্র ১ টাকায় খাবার দিচ্ছেন এই মাতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তামিলনাড়ুতে (tamilnadu) কইম্বাতরে (quembatore)কে কমলথল(K Kamalathol) নামক একজন ৮৫ বছর বয়স্ক বৃদ্ধা করোনা পরিস্থিতিতে ঘরে ইডলি বানিয়ে সাহায্য করছেন। আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যাদেরকে এই পরিস্থিতিতে সাহায্য করতে দেখা গেছে তারমধ্যে একজন কে কমলথাল। এদের মতন মানুষদের সাহায্যের জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন ।

সকাল থেকেই শুরু হয় ইডলি বানানোর ব্যবস্থা 

এই বয়সেও তিনি প্রতিদিন কাজ করেন, ভোর বেলা ঘুম ভাঙার পরে তার গ্রাহকদের জন্য তিনি ইডলি বানাতে শুরু করেন। তিনি মাত্র এক টাকায় গরিবদের এই ইডলি বিক্রি করেন। আর শুধুই এখন না সারা বছর তিনি ইডলি সরবরাহ করার জন্য ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করেন।

গত তিরিশ বছর ধরে করছেন এই কাজ 

গত ৩০ বছর ধরে তিনি ইডলি বিক্রি করছেন , কমলাতল কখনও তার দাম বাড়ান নি। কারণ তারপর ওপর নির্ভর করে অনেক গরিবের পেট চলেছে। আর তিনিও এভাবেই অনাথ ও দরিদ্রদের সাহায্য করতে চান।

লকডাউনেও বাড়ায়নি ইডলির দাম 

পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। আর এই লক ডাউনে দরিদ্র মানুষের পেটে টান পড়তেই দেখা দিচ্ছে সমস্যা। আর এর মধ্যেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সায়ত্রিশ হাজার। সব কটি রাজ‍্য বাড়ানো হয়েছে লক ডাউন।

আর এই খারাপ পরিস্থিতিতে দেশের সব জায়গায় আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কমলাতল তার ইডলির দাম এমনকি এক পয়সাও বাড়ান নি। তিনি জানান এই সময়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। পরিস্থিতি একটু কঠিন, কিন্তু আমি ইডলি প্রদান করার চেষ্টা করছি আর দরিদ্রদের সাহায্য করার চেষ্টা করছি।

সম্পর্কিত খবর

X