পাকিস্তানের যা ঋণ হয়েছে তাতে IMF আমাদের পরমাণু বোমা নিয়ে চলে যাবে: পাকিস্তানি খেলোয়াড়

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের(pakistan ) প্রাক্তন অধিনায়ক জাভেজ মিয়াঁদাদ(Javed Miandad) জানিয়েছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র বাঁচাতে তার প্রয়োজন অনেক টাকা। এর জন্য তিনি একটি নতুন একাউন্ট খুলেছেন, আর সেটি তার নিজস্ব একাউন্ট । এবার আইএমএফ—এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হতে পারে।

https://twitter.com/I_JavedMiandad/status/1258856543799386122?s=19

নতুন একাউন্টে আর্থিক সাহায্যের আর্জি মিয়াদাদের 
তার এই নতুন একাউন্টে তিনি আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন এই টাকা পাওয়ার দরকার। দেশের ভালো ভেবেই আর্জি জানিয়েছেন মিয়াঁদাদ।ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক আর তার মধ্যে পাকিস্তানের অর্থনীতি খারাপ দিকে এগোচ্ছে।

IMG 20200510 WA0025

মিয়াঁদাদ জানিয়েছেন পরমাণু অস্ত্র বন্ধক রাখলে নেমে আসবে বিপদ 

দাউদ ইব্রাহিমের বেয়াই মিয়াঁদাদ জানান, ”আমি ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানে একটি অ্যাকাউন্ট খুলেছি। এটা আমার ইন্টারন্যাশনাল একাউন্ট,তবে টাকাটা আমার অত্যন্ত দরকার। আর পাকিস্তানের পরমাণু অস্ত্র বন্ধক রাখতে হলে কিন্তু বড় বিপদ নেমে আসবে। দেশের পরমাণু অস্ত্র বাঁচতে হবে তাই প্রয়োজনে আমি টাকা চাইছি। আপনারা দয়া করে ওই অ্যাকাউন্টে টাকা দিন। আগেই থেকেই অনেক ঋণের দায়ে আমরা জর্জরিত তাই টাকা না পেলে দেশের পরমাণু অস্ত্র বাঁচাতে পারব না।এবার নতুন করে ঋণ চাইতে গেলে আইএমএফ আমাদের পরমাণু অস্ত্র জমা রাখবে। তাই পাকিস্তানের মানুষ নিজের দেশকেই বাঁচানোর জন্য ভিক্ষা দিয়ে এবার আমাকে বাঁচাক। তার সাথে আমি চাই এই টাকা দিয়ে পাকিস্তানের জনগণ পাপ মুক্ত হোক আর বিদেশে থাকা পাকিস্তানি জনগণের কাছেও আমার আবেদন আপনারাও আমাকেও সহযোগীতা করুন তবেই সমস্যা কমবে।”

সম্পর্কিত খবর