ছবিতে দেখুন! বড়লোকের দেশ সুইজারল্যান্ডেও খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ!

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে বিশ্বের বহু দেশের অবস্থাই শোচনীয়। সবথেকে বড়লোক দেশের তালিকায় থাকা সুইজারল্যান্ডেও (switzerland) বিনামূল্যে খাদ্য সামগ্রী নেওয়ার জয় বড় লাইন দেখা গেছে। রয়টার্স এর রিপোর্ট অনুযায়ী, জেনিভায় শনিবার এক হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে খাওয়ার সংগ্রহ করেন।

s1

সুইজারল্যান্ডে করোনার ৩০ হাজার ৩০৫ টি মামলা সামনে এসেছে এখনো পর্যন্ত ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ওই দেশে। আপনাদের জানিয়ে দিই, সুইজারল্যান্ডের জনসংখ্যা মাত্র ৮৬ লক্ষ।

s2

করোনার কারণে সুইজারল্যান্ডের জেনিভা শহরে এক কিমি দীর্ঘ লাইন দিয়ে শনিবার মানুষ খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। বিনামূল্যে খাদ্য সামগ্রী নিতে সকাল পাঁচটা থেকে মানুষ লাইন দেয়।

s3

নিকারগুয়া থেকে এসে জেনিভায় থাকা এক ব্যাক্তি জানান, মাসের শেষে আমার পকেট একেবারে শুন্য। আমাদের বিল, ইনস্যুরেন্স এবং অন্যান্য জিনিষের জন্য টাকা দিতে হয়। এই দুঃসময়ে এটা আমাদের জন্য একটু হলেই খুশির খবর যে, আমাদের এক সপ্তাহের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তবে এরপরের সপ্তাহে কি হবে জানিনা।

s5

২০১৮ এর একটি রিপোর্ট অনুযায়ী, ৮৬ লক্ষের জনসংখ্যার দেশে মাত্র ৬.৬ লক্ষ মানুষই গরীব। বিশেষ করে সিঙ্গেল অয়ারেন্টস আর কম পড়াশুনা জানা মানুষের ওই দেশে চাকরি পাওয়া খুব দুস্কর।

সুইস ব্যাংক ইউবিএস এর পরিসংখ্যান অনুযায়ী, তিনজনের পরিবারের বসবাসের হিসেবে জেনিভা বিশ্বের সবথেকে ব্যায়বহুল শহর। যদিও, শহরে থাকা মানুষের আয় অনেক ভালো, কিন্তু মুশকিল সময়ের মধ্যে যাওয়া মানুষ গুলো সাহায্য পায় না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর