আইপিএল আয়োজন করতে চেয়ে বিসিসিআই-কে প্রস্তাব দিল আরব আমিরশাহি, BCCI জানিয়ে দিল নিজেদের অবস্থান।

এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করেছে। ব্যতিক্রমী ভারতবর্ষ, ভারতবর্ষেও এই মুহূর্তে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এমনকি এবারের আইপিএলের বল মাঠ পর্যন্ত গড়াবে কিনা সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিছুদিন আগে শ্রীলংকার তরফ থেকে আইপিএল আয়োজন করতে চেয়ে বিসিসিআই এর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিসিআই। এবার আইপিএল আয়োজন করতে চেয়ে বিসিসিআইকে প্রস্তাব দিল আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড।

এই বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 29 শে মার্চ কিন্তু সেই সময় করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক ভাবে 15 ই এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। কিন্তু তারপর পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই। আইপিএল যদি না হয় তাহলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। সেই কথা মাথায় রেখে এখনই আইপিএল বাতিল করতে নারাজ বিসিসিআই কর্মকর্তারা।

24628198971569284507f54e46daf9144c46b11a9e1167509aba54a3bd00d66f7e0c9aced

এর আগে ভারতবর্ষে লোকসভা ভোট থাকার কারণে 2014 সালে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ আরব আমিরশাহী তে হয়েছিল। আর সেই কারণেই এবারেও আইপিএল ম্যাচ আয়োজন করতে চেয়ে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র আরব আমিরশাহী। কিন্তু বিসিসিআইয়ের এক কর্তা জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। আর তাই এই ব্যাপারে এখনও কোন প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Udayan Biswas

সম্পর্কিত খবর