রাত্রে শোবার আগে পাঠ করুণ এই বিশেষ মন্ত্র, জীবনে আনবে খুশির বাহার

বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন মন্ত্রপাঠের মধ্যে এমন কিছু মন্ত্র আছে যা, রাত্রে শোবার পূর্বে পাঠ করা উচিত। তাঁর মধ্যে অন্যতম হল বেদ মন্ত্র (Vedic mantra) পাঠ। চার বেদের মধ্যে অথর্ব্ববেদের (Atharva Veda) এক মন্ত্র আছে, পাঠ করলে সংসারে সুখ আসে।

51 Nbd8L4OL

মন্ত্রওঁ ত্বয়ি রাত্রি বসামসি
স্বপিষ্যামসি জাগৃহি ।
গোভ্যোনঃ শর্ম য়চ্ছাশ্বেভ্যঃ
পুরুষেভ্যঃ॥

প্রতিদিন রাত্রি বেলা শোবার পূর্বে এই মন্ত্র উচ্চারণ করতে হয়। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদের চারটি ভাগের মধ্যে অথর্ব্ববেদের এই মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরাতে শবার পূর্বে এই মন্ত্র পাঠ জীবনে আনে খুশির বাহার।

81726060 56a483bf3df78cf77282cab3

এই মন্ত্রের বাংলা অনুবাদ
রাত্রি শয়নের শান্তি রক্ষক পরমাত্মন্, সংসারের সকল প্রাণী, জীব-জড় সকলেই যেন আপনার দয়ায় ভালোভাবে বসবাস করতে পারি। সকলেরই যেন সুন্দর মন, বুদ্ধি, শরীর সৃষ্ট হয়। সমস্ত মর্তকূলের এই নিদ্রার মাধ্যমে, আপনি সকলের উপর আপনার কৃপাদৃষ্টি বর্ষণ করুণ। যাতে করে সমাজের প্রতিটি মানুষ এবং প্রাণী তথা গরু, ঘোড়া সকলেই যেন সুখময় শান্তিদায়ক কল্যাণযুক্ত জীবন যাপনের অধিকারী হয়।

কোন দুশিন্তা যেন মানুষকে গ্রাস করতে না পারে। আপনি এই বরদান করে, আবার সকলকে সময় মত নিদ্রা থেকে জাগ্রত করে তুলুন।

ওঁ শান্তি শান্তি শান্তি

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর