মৌলানা সাদই আমাদের মরকজে থাকতে বলেছিল, পুলিশের জেরায় স্বীকার করল ১৬৬ জামাতি

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশের (Delhi Police) ক্রাইম ব্রাঞ্চ মৌলানা সাদের (Maulana Saad) ছেলে আর তাঁর আত্মীয় সমেত মোট ১৬৬ জন জামাতিদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে। সুত্র অনুযায়ী, বেশীরভাগ জামাতি ক্রাইম ব্রাঞ্চে দেওয়া নিজের বয়ানে স্বীকার করেছে যে, ২০ মার্চের পর মরকজে থাকার জন্য মৌলানা সাদই তাদের বলেছিল।

বেশীরভাগ জামাতি ক্রাইম ব্রাঞ্চকে জানায় যে, তাঁরা মরকজ থেকে বেরিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু মৌলানা সাদ তাদের সেটা করতে দেয়নি। ক্রাইম ব্রাঞ্চের সুত্র অনুযায়ী, মৌলানা সাদ ইচ্ছে করে নিজের করোনা টেস্ট সরকারি হাসপাতাল থেকে করায়নি।

কারণ মৌলানা সাদ জানত যে, সরকারি হাসপাতালে করোনার পরীক্ষা করালে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাত, এমনকি তাঁকে গ্রেফতারও করতে পারত।

মৌলানা সাদ এটা জানত যে, যতক্ষণ না তাঁর করোনার নেগেটিভ রিপোর্ট সামনে না আসছে, ততক্ষণ ক্রাইম ব্রাঞ্চ মেডিকেল প্রোটোকল অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে না। আর সেই কারণে মৌলানা নিজের আইনজীবীদের মাধ্যমে মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে নিজের জন্য প্রমাণ যোগাড় করছিল। মৌলানার লক্ষ্য একটাই ছিল যে, আদালতে ছাপানো ভুয়ো খবর দেখিয়ে নিজের পক্ষ মজবুত করা।

Koushik Dutta

সম্পর্কিত খবর