রোহিত মনে করেন আগামী তিন বছরে ভারতের উচিৎ অন্তত দু’টি বিশ্বকাপ জেতা।

2019 ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। একটি বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছিলেন হিটম্যান। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। ব্যক্তিগত ভাবে রেকর্ড গড়লেও বিশ্বকাপ জিততে না পারায় হতাশ হয়েছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর রোহিত শর্মা এইদিন সুরেশ রায়নার সাথে চ্যাটে বলেন, আগামী তিন বছরে ভারতের দুটো বিশ্বকাপ জেতা উচিৎ।

এইদিন সুরেশ রায়নার সাথে চ্যাটিং এর সময় রোহিত শর্মা বলেন বিশ্বকাপ জেতা কখনোই সহজ কাজ নয়। তবে তুমি যখন বিশ্বকাপ জিতবে তখন তার অনুভূতি আলাদা, এটা বলে প্রকাশ করা সম্ভব নয়। রোহিত বলেন সাত- আটটা দলকে হারানো আর বিশ্বকাপ জেতা সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপ জেতা একটা অন্য অনুভূতি।

11666243d82e6145c9554febd7b376d4da8391789974f585929abe216a3c1f71f10e7321

এছাড়াও এইদিন রোহিত শর্মা বলেন, আমার মনে হয় ভারতীয় দলের সামনে এখন বিশ্বকাপ জেতার দারুন সুযোগ রয়েছে। সামনেই রয়েছে দুটি টিটোয়েন্টি বিশ্বকাপ এবং একটি 50 ওভারের বিশ্বকাপ। আমার মনে হয় অন্তত দুটি বিশ্বকাপ জেতা উচিৎ ভারতের।

Udayan Biswas

সম্পর্কিত খবর