বড় খবরঃ সমস্ত বাঁচার পথ শেষ বিজয় মালিয়ার, ২৮ দিনের মধ্যেই আনা হতে পারে ভারতে

বাংলা হান্ট ডেস্কঃ চরম সঙ্কটে পলাতক মদ ব্যবসায়ী বিজয় মালিয়া (Vijay Mallya)। প্রত্যর্পণ মামলায় ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করা নিয়ে বিজয় মালিয়ার অ্যাপিল ব্রিটেনের হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

image 1 16

সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এখন বিজয় মালিয়ার কাছে বাঁচার সমস্ত রাস্তা শেষ হয়ে গেছে। রিপোর্টস অনুযায়ী, এবার তাঁর কাছে আর কোন আইনি রাস্তা অবশিষ্ট নেই। তাই এখন আশা করা যাচ্ছে যে, এক মাসের মধ্যেই মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে। এবার এই সিদ্ধান্ত ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল নেবেন। প্রসঙ্গত, ব্রিটেনের হাইকোর্ট বিজয় মালিয়া প্রত্যর্পণের বিরুদ্ধে দায়ের একটি আবেদন খারিজ করে দেয়।

যদিও, বিগত কিছু সময় ধরে মালিয়া কোন শর্ত ছাড়াই তাঁর ১০০ শতাংশ ঋণ ফেরত দেওয়ার কথা বলে আসছে। আর সেই নিয়ে মালিয়া বৃহস্পতিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করে লেখেন, ‘করোনার জন্য দেওয়া আর্থিক প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা জানাই। সরকার যত ইচ্ছে টাকা ছাপাতে পারে, কিন্তু আমার মতো একটি ছোট যোগদানকারীর প্রস্তাব কি ফেলে দেওয়া উচিৎ? আমি তো আমার ঋণের ১০০ শতাংশই ফেরত দিতে চাইছি। দয়া করে কোন শর্ত ছাড়াই আমার সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে নিন, আর এই মামলা বন্ধ করে দিন।”

বিজয় মালিয়া বিমান কোম্পানি কিংফিশার এয়ারলাইন্সের সংস্থাপকও। মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে। আপনাদের জানিয়ে দিই, মালিয়া এই মাসের শুরুতে ভারতে প্রত্যর্পণের মামলায় লন্ডন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তাই এখন দেখার বিষয় যে, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী এই নিয়ে কি সিদ্ধান্ত নেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর