করোনার বিরুদ্ধে লড়াই করতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে দুঃস্থদের হাতে খাবার তুলে দিলেন আফ্রিদি।

করোনা মহামারির সময় একেবারে মাঠে নেমে লড়াই করছেন প্রাপ্তন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। কয়েক দিন আগেই দেখা গিয়েছিল আফ্রিদি নিজে কাঁদে করে খাবার নিয়ে যাচ্ছেন বালুচিস্তানের গরিব দুঃস্থ মানুষদের জন্য। ইতিমধ্যেই আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তানের 22 হাজার গরিব পরিবারের মাঝে খাবার বিলি করেছেন। ফের একবার দারুন উদ্যোগ নিলেন আফ্রিদি। এবার আফ্রিদি লক্ষ্মীনারায়ন মন্দিরে গিয়ে দুঃস্থদের মাঝে খাবার বিলি করলেন। পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক এইদিন সম্প্রতির নজির গড়লেন।

করোনার কারনে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে জাত, ধর্ম ভুলে সকলের এক হয়ে লড়াই চালিয়ে যেতে হবে তবেই এই মারন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে মানব জাতি। এই কথায় অক্ষরে অক্ষরে পালন করছেন প্রাক্তন পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে একটি মন্দিরে গিয়ে সেখানকার গরিব দুঃস্থ মানুষদের কাছে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন আফ্রিদি।

11892526089e74affba5ecaade4afbca2a76f2c093a9da90499d25c77c8dbcf1285ccca1e

পাকিস্তানে এই করোনা ভাইরাস হানা দেওয়ার পরই দেশের গরিব মানুষদের সাহায্য করতে বারেবারে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি। এবার তিনি পৌঁছে গিয়েছেন লক্ষ্মনারায়ন মন্দিরে। আফ্রিদির এই মহৎ কাজের প্রশংসা করেছেন অনেকেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর