বাংলাহান্ট ডেস্কঃ নৌসেনার (Navy) এক পাইলটের (Pilot) ছুটি বিষয়ক এক চিঠি সম্প্রতি স্যোশাল মিডিয়ার ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। ভারতীয় নৌসেনার লেফন্যান্ট কমান্ডার নিশান্ত সিংহ তাঁর নিজের বিয়ের জন্যে এক অভিনব উদ্যোগে চিঠি লিখে ছুটি চাইলেন আইএনএস -এর হান্সের আইএনএস ৩০০ এর কমান্ড অফিসারের থেকে। এই চিঠি প্রকাশ্যে আসতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
চিঠির বিষয়
গত ৯ ই মে নিজের বিয়ের ছুটির জন্য এক পত্র লেখেন ভারতীয় (India) নৌসেনার লেফন্যান্ট কমান্ডার নিশান্ত সিংহ। পাইলট চিঠিতে লেখেন, ‘আমাকে গুলি খাওয়ার জন্য অনুমতি দিন’। এর চিঠির জবাবে অফিসার উত্তর দেন ‘নরকে স্বাগত’। অদ্ভুত এই চিঠিতে তিনি আরও লেখেন, ‘অতি অল্প সময়ের মধ্যে আপনার উপর এই দায়িত্বের বোমটি নিক্ষেপ করায়, আমি খুবই দুঃখিত। তবে আমার বর্তমান পরিস্থিতি জানলে, আপনিও একমত হবেন। আমিও আমার নিজের উপর একটি পরমাণু বোমা নিক্ষেপ করতে চলেছি। আমি মনে করি যুদ্ধের সময় যেকোনো পরিস্থিতিতে আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সক্ষম হই, কিন্তু বর্তমান পরিস্থিতির বিচার করে, আমি এ বিষয়ে পুনর্বিবেচনা করতে পারছি না’।
আমার আত্ম বলিদান দিতে চলেছি
এই নেভি পাইলট আরও বলেছেন, ‘উপরিক্ত বিষয়ের দরুণ, আমি আধিকারিক ভাবে আমার আত্ম বলিদান দিতে চলেছি। এই কাজে আমি আপনার পূর্ণ সমর্থন প্রার্থনা করছি। বৈবাহিক জীবনে প্রবেশ করে আমি অন্যান্য পুরুষদের ন্যায় আনুষ্ঠানিকভাবে আমার শান্তি ত্যাগ করার অনুমতি চাইছি’।
সিনিয়র অফিসার উত্তর দিলেন
সিনিয়র কর্মকর্তাকে বিবাহের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার কর্ম জীবনে এমন কিছু করব না যাতে আমার প্রশিক্ষনার্থী পাইলটরা ভুল কিছু শিক্ষা নেয়’।
নেভি পাইলটের চিঠির উত্তরে কমান্ড অফিসার জানিয়েছেন, ‘তোমার প্রথম জীবনে আমি তোমার প্রশিক্ষক ছিলাম। তোমাকে একজন এসিপি হিসাবে দেখা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল। আমি তোমার মধ্যে একটি উৎসাহ দেখেছিলাম, যা দেখে আমি বুঝেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা’।
নেভির এক প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন যে এটি ছিল তাঁদের দুজনের মধ্যে একটি ব্যক্তিগত যোগাযগের মাধ্যম এবং তারা দুজনেই বিবাহিত।