লকডাউন নতুন করে প্রেমে পড়লেন নুসরত, নিজেই জানালেন সেকথা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈনের (nikhil jain) বিয়ে হয়েছে এখনও এক বছরও পূর্ণ হয়নি। কিন্তু দুজনের মাখোমাখো প্রেমের গল্প কারওরই অজানা নয়। মাঝে মাঝেই স্বামী স্ত্রীতে মিলে নতুন নতুন ফটোশুট করেন বা টিকটক করেন। লকডাউনেও একে অপরের সঙ্গে দিব‍্যি সময় কাটাচ্ছেন তাঁরা।


তবে এবারে নিখিল ছাড়াও আরও এক নতুন প্রেম খুঁজে পেয়েছেন নুসরত। লকডাউনে বাড়ি বসেই এই নতুন প্রেমের সন্ধান পেয়েছেন তিনি। তার বেশ কিছু ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি।

https://www.instagram.com/p/B-80L20H9eR/?igshid=eq7w23vaydwq

জানেন কে নুসরতের এই নতুন প্রেম? আসলে মনোক্রমের মধ‍্যেই নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন তিনি। মনোক্রম ফিল্টারে একের পর এক ছবি তুলে শেয়ার করেছেন‌। ক‍্যাপশনে তিনিই জানিয়েছেন, মনোক্রমের প্রতি তাঁর ভালবাসার কথা। শুধু তাই নয়, পুরনো স্মৃতিতে ডুব দিয়ে একের পর এক প্রিয় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CAKW0lVH1TO/?igshid=1fpiapa9qwbr1

কিছুদিন আগেই নিখিলের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন নুসরত। তিনি জানিয়েছিলেন ছবিটি গত বছরের। ছবিতে দেখা গিয়েছে নুসরতের কোল ঘেঁষে শুয়ে রয়েছেন নিখিল। দেখে স্পষ্ট রীতিমতো গভীর ঘুমে রয়েছেন তিনি। অপরদিকে শুয়ে রয়েছে এক ছোট্ট বাচ্চা।

https://www.instagram.com/p/CAHxs1LHLMr/?igshid=rtgq8t6o2yhp

ছবির ক‍্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার দুই অমূল‍্য রত্ন’। ছবিটি সম্ভবত নুসরত ও নিখিলের বিয়ের আগে তোলা। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/CAR06XoHAk9/?igshid=1jamsslkhsfdm

প্রসঙ্গত, মানুষকে সতর্ক করার পাশাপাশি বাড়িতে বসে থাকার সময়টা পুরোপুরি উপভোগ করছেন অভিনেত্রী। স্বামী নিখিল জৈনের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি। এর আগে একটি ভিডিওতে নুসরত ও নিখিলকে দেখা গিয়েছিল রূপচর্চা করতে।

https://www.instagram.com/p/B_1_y5pHxyv/?igshid=15degj25zedd5

সম্প্রতি প্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী নিয়ে অভিনেত্রী হাজির হন বেহালার এক বৃদ্ধাশ্রম ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের হোমে। তাদের হাতে নিত‍্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান নুসরত।

সম্পর্কিত খবর

X