বাংলাহান্ট ডেস্ক: গোটা পরিবারের সঙ্গে গৃহবন্দি হতে হল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে (nawazuddin siddiqui)। লকডাউনের (lockdown) মধ্যেই মুম্বই (mumbai) ছেড়ে নিজের জন্মভূমি উত্তরপ্রদেশের (uttar pradesh) বুধানায় যান নওয়াজ। এই পরিস্থিতিতে ভ্রমণ করার জন্য পরিবার সহ অভিনেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের বুধানা গ্রামেই ছোট থেকে বড় হয়ে উঠৈছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তারপর তিনি পাড়ি দেন মুম্বই। জানা গিয়েছে ১১ মে ইদ পালনের জন্য এই লকডাউনের মধ্যে ট্রাভেল পাস নিয়ে বুধানায় নিজের পুরনো বাড়িতে ফিরে যান তিনি। কিন্তু এই পরিস্থিতির মধ্যে এতটা পথ আসায় তাঁকে ১৪ দিন হোম কৌয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
করোনা পরীক্ষাও করা হয়েছে নওয়াজ ও তাঁর পরিবারের। সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও বাড়তি সুরক্ষার জন্য আগামী ২৫ মে পর্যন্ত তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নওয়াজউদ্দিনের সঙ্গে তাঁর মা ও বৌদিও থাকবেন গৃহবন্দি।
এই প্রসঙ্গে বুধানা থানার এস এইচ ও কুশলপাল সিং জানান, নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারের বাকি সদস্যদের প্রত্যেকেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাও সুরক্ষার জন্য আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
প্রসঙ্গত, পরিচালক পুষ্পেন্দ্র নাথ মিশ্রর আগামী ছবি ঘূমকেতুতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুণের মতো তারকারা। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন রণবীর সিং, সোনাক্ষী সিনহা, অমিতাভ বচ্চনকে।