বিল গেটস এর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখুন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ সুব্রক্ষণ্যম স্বামীর

বাংলা হান্ট ডেস্কঃ চিনের উহান শহর থেকে বেরিয়ে গোটা বিশ্বকে নিজের আওতায় নিয়ে নিয়েছে মহামারী করোনা। আর এই সংক্রমণের কথা মাথায় রেখে বিল গেটস ফাউন্ডেশন (Bill Gates Foundation) মানুষকে বাড়িতেই করোনার টেস্ট করার প্রস্তাব দিয়েছে। আর বিল গেটস ফাউন্ডেশনের এই প্রস্তাব আমেরিকার এজেন্সি গুলো আগেই নাকোচ করে দিয়েছে।

এই বিষয়ে এবার বিজেপির সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী (Subramanian Swamy) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) পরামর্শ দেন। উনি নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে বলেন, সুরক্ষার মামলায় বিল গেটস থেকে সামাজিক দুরত্ব বজায় রাখুন।

রাজ্যসভার সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী ট্যুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নেওয়া উচিৎ, আর আমাদের দেশের সুরক্ষার বিষয়ে বিল গেটস এর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিৎ। নিজের ট্যুইটের সাথে বিজেপির সাংসদ সংবাদসংস্থা রয়টার্স এর একটি প্রতিবেদনও শেয়ার করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিল এবং মেলেন্ডা গেটস ফাউন্ডেশনের প্রস্তাব নাকোচ করে দিয়েছে।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিল গেটস ফাউন্ডেশনের সহ সভাপতি বিল গেটস এর করোনা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। ওই আলচনার পর বিল গেটস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ের ওনার অবদানের কথা স্বীকার করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর