চতুর্থ দফায় লকডাউনে ক্রিড়াক্ষেত্রে বিশেষ ছাড়! তাহলে আইপিএলের ভবিষ্যৎ কী?

গতকাল থেকে দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফায় লকডাউন। তিন দফায় লকডাউন শেষ হওয়ার পর চতুর্থ দফায় লকডাউনে বেশ কিছু নিয়ম শিথিল করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী চতুর্থ দফায় বিভিন্ন স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্টেডিয়ামে দর্শকের প্রবেশ এবং ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদি স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে না পারে তাহলে কেন স্টেডিয়াম খোলার অনুমতি দেওয়া হল? এই ব্যাপারে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা মনে করছেন যে চতুর্থ দফার লকডাউন এর ফলে তারা খেলোয়াড়দের অনুশীলন করার রূপরেখা তৈরি করতে পারবেন। ইতিমধ্যে অনুশীলন করতে চেয়ে ফেডারেশন এর কাছে দাবি জানিয়েছেন পাতিওয়ালা এবং বেঙ্গালুরু সাই এর ক্রীড়াবিদরা। অনেকেই মনে করছেন সরকারের নির্দেশিকা পাওয়ার পর যাতে একদিনও সময় নষ্ট না করে ফেডারেশন সেই কারণে আগে থেকেই ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দিয়ে রাখল স্বরাষ্ট্রমন্ত্রক।

141979545f3c1a53f00cbd923e05de20b75e3dff238f217b22b956d96885174b06221ad6c

স্টেডিয়াম খুললেও এখনো পর্যন্ত বিমান চলাচলে কোনো প্রকার নির্দেশিকা জারি করা হয়নি। এছাড়া বিদেশি বিমান চলাচলের ক্ষেত্রে পুরোপুরি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। আর সেই কারণেই এখন কোনোভাবেই ক্রিকেট শুরু হওয়ার কোন সম্ভাবনা, নেই বিশেষ করে আইপিএল। বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুন ধুমল জানিয়েছেন এখনো পর্যন্ত দেশজুড়ে পরিস্থিতি স্বাভাবিক হয় নি। এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশী ক্রিকেটাররা ভারতে আসতে পারবেন না। সেই কারণে এখন আইপিএল শুরু হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না তিনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর