বাংলাহান্ট ডেস্কঃ আমফানের তাণ্ডবে ছত্রভঙ্গ গোটা বাংলা। এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট আসে নি তবে প্রাথমিক রিপোর্টেই মৃত্যু ছাড়িয়েছে ৭২। হাওড়ায় ৭, বসিরহাটে ১০, চন্দননগরে ২, পূর্ব মেদিনীপুর জেলায় ৬, বারুইপুরে ৭, রানাঘাটে ৬, বনগাঁয় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এছাড়া এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে সুন্দরবন এলাকায় মারা গিয়েছে ৪ জন। কলকাতায় মৃতের সংখ্যা ১৫। ব্যারাকপুর, রানাঘাট ও ডায়মন্ড হারবারে যথাক্রমে ৪, ৬, ৮ জন মৃতের খবর পাওয়া গিয়েছে।
বুধবার থেকে অনেক এলাকায় বন্ধ করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা । অনেকের ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। জল সরবরাহও বন্ধ৷ সাধারণ মানুষের জীবন একেবারে জেরবার৷ সারারাত তাণ্ডব চালিয়ে কলকাতা থেকে এখন কলকাতা থেকে ২৭০ কিলোমিটার দূরে আমফান।
আমফানের তাণ্ডব শেষ হয়ে যাওয়ার ১২ ঘন্টা পড়েও কলকাতা ও শহরতলীর বিস্তীর্ণ অঞ্চলে নেই বিদ্যুৎ ও টেলি যোগাযোগ। ইন্টারনেট ব্যবস্থাও তথৈবচ। জেলাগুলির একাধিক অঞ্চলে সরকারী পর্যায়েও যোগাযোগ সম্ভব হচ্ছে না।
এত বড় ঝড় শেষ কবে দেখেছে মনে করতে পারছে না শহরবাসী। কলকাতায় প্রায় প্রত্যেক রাস্তা গাছ পড়ে অবরুদ্ধ। পাশাপাশি, ভারী বর্ষনে জল জমেছিল শহরের বেশ কিছু অংশে। আজ বৃহস্পতিবারও শহর কলকাতা ও শহরতলীর সমস্ত পরিষেবা ঠিক হবার সম্ভাবনা নেই বললেই চলে।