বাংলা হান্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন জারি আছে। কিন্তু এই লকডাউনের পরেও দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় দ্বারা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮ টি নতুন মামলা সামনে এসেছে। এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
তাজা পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ১ লখ ১৮ হাজার ৪৪৭ হয়েছে। মোট মামলার মধ্যে ৬৬ হাজার ৩৩০ টি সক্রিয় মামলা। এখনো পর্যন্ত গোটা ভারতে ৪৮ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং মোট ৩ হাজার ৫৮৩ জনের মৃত্যু হয়েছে এই মারক ভাইরাসে।
একদিকে করোনার আতঙ্ক। আরেকদিকে ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলা। রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে এই সুপার সাইক্লোন। আমফান ঝড় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আশ্বাস দিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের পাশে আছেন তাঁরা।
আর সেই মর্মেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। আজ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে হেলিকপ্টারে করে বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখবেন। আসা করা যাচ্ছে যে, এরপর তিনি আর্থিক প্যাকেজের ঘোষণাও করতে পারেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝড়ে বিধ্বস্ত উড়িষ্যায়ও যাবেন আজ।