বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ সুপার সাইক্লোন আমফানের ক্ষতির সমীক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সাথে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা গুলো ঘুরে দেখেন। এরপর তিনি রাজ্যের জন্য এক হাজার কোটি টাকার সাহায্যের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা পর আবারও বিরোধিতার সুর মমতা ব্যানার্জীর গলায়। উনি বলেন, ক্ষতি হয়েছে এক লক্ষ কোটি টাকার আর সাহায্য দেওয়া হল মাত্র এক হাজার কোটি টাকা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু এটা নিয়ে কোন তথ্য দেন নি তিনি। এই টাকা কবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সেটা জানা যায় নি। আমফান ঝড়ের কারণে এক লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আর আমরাই তো কেন্দ্রের কাছে ৫৬ হাজার কোটি টাকা পাই।
হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমফান ঘূর্ণিঝড়ের সাথে মোকাবিলা করার জন্য রাজ্য আর কেন্দ্র সরকার মিলেমিশে কাজ করেছে, কিন্তু এরপরেও ৮০ জনের জীবন বাঁচানো সম্ভব হয় নি। তাদের জন্য আমি খুবই দুঃখিত। যেই যেই পরিবার তাদের পরিজন হারিয়েছে, তাদের প্রতি কেন্দ্র আর রাজ্য সরকারের তরফ থেকে রইল গভীর সমবেদনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘মানুষের কাছে সবরকম সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র আর রাজ্য সরকার মিলেমিশে কাজ করছে। এখন রাজ্য সরকারের সমস্যার কথা মাথায় রেখে ১ হাজার কোটি টাকা ভারত সরকারের তরফ থেকে সাহায্য প্রদান করা হচ্ছে। এর সাথে সাথে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে।”