বাবাকে সাইকেলে বসিয়ে ১২০০ কিমি পাড়ি, জ‍্যোতি কুমারীর প্রশংসায় পঞ্চমুখ ইভাঙ্কা ট্রাম্প

বাংলাহান্ট ডেস্ক: করোনা আতঙ্কে গোটা দেশে চলছে লকডাউন। এমন অবস্থায় বাবাকে সাইকেলে বসিয়ে গুরুগ্রাম থেকে বিহারের দ্বারভাঙ্গা যেতে দেখা যায় জ‍্যোতি কুমারীকে (jyoti kumari)। ঘটনাটি ঘিরে রীতিমতো তোলপাড় হয় নেটদুনিয়া। এমনকি ভারতের বাইরেও চলছে জ‍্যোতির চর্চা। এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন‍্যা ইভাঙ্কা (ivanka trump) প্রশংসায় পঞ্চমুখ হলেন জ‍্যোতি কুমারীর।

ivanka trump t
জ‍্যোতি কুমারীর একটি ছবি নিজের টুইটারে শেয়ার করে ইভাঙ্কা প্রশংসা করেছেন ভারতীয়দের সহ‍্যশক্তির। তিনি লিখেছেন, ‘১৫ বছর বয়সী জ‍্যোতি কুমারী নিজের আহত বাবাকে সাইকেলের পেছনে বসিয়ে ৭ দিনে ১২০০ কিমি রাস্তা অতিক্রম করে নিজেদের গ্রামে পৌঁছেছে।’

https://twitter.com/IvankaTrump/status/1263828899575758849?s=19

জানা গিয়েছে, গুরুগ্রামে জ‍্যোতির বাবা রিক্সা চালিয়ে রোজগার করতেন। তাঁর দুর্ঘটনার পর মা ও জামাইবাবুর সঙ্গে গুরুগ্রামে আসেন জ‍্যোতি এবং বাবার দেখাশোনা করার জন‍্য সেখানেই থেকে যান। এমন অবস্থায় লকডাউন শুরু হলে জ‍্যোতির বাবার কাজ বন্ধ হয়ে যায়। তাই বাবার সঙ্গে সাইকেলে করেই বাড়ির উদ্দেশে রওয়ানা হন জ‍্যোতি।
জানা গিয়েছে, আগামী মাসে সাইকিলিং ফেডারেশন অফ ইন্ডিয়া জ‍্যোতিকে ট্রায়ালের জন‍্য ডাকতে চলেছে। সাইকিলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম‍্যান ওঙ্কার সিং জানান, যদি জ‍্যোতি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে দিল্লির আইজিআই স্টেডিয়ামে অত‍্যাধুনিক জাতীয় সাইকিলিং অ্যাকাডেমিতে ট্রেনি হিসাবে ভর্তি করা হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর